সমাজ মাধ্যমে একটি ছবি হঠাৎ করেই ভাইরাল হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে, অভিনেতা ‘ফাহিম মির্জা’ (Fahim Mirza) হাসপাতালের (Hospitalized) বিছানায় শুয়ে আছেন। মুখে ব্যথার ছাপ স্পষ্ট, ডান হাতে মোটা প্লাস্টার। এই দৃশ্য দেখে অনুরাগীদের উদ্বেগ চরমে পৌঁছয়। প্রথমে অনেকেই ভেবেছিলেন, এটি হয়তো কোনো ধারাবাহিকের দৃশ্য। তবে পরে জানা যায়, এটি কোনও চরিত্র নয়, বাস্তব জীবনে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা!
বর্তমানে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে অভিনয় করছেন ফাহিম, যেখানে তাঁকে এক রাজনীতিবিদের চরিত্রে দেখা যাচ্ছে। ফাহিমের অভিনয় জীবনের পাশাপাশি তাঁর আরেকটা বড় ভালোবাসা হল ক্রিকেট। শুটিংয়ের ব্যস্ততার ফাঁকে সুযোগ পেলেই মাঠে নামেন তিনি। সম্প্রতি একটি ম্যাচ খেলতে গিয়ে ঘটেছে দুর্ঘটনা। ব্যাট করতে গিয়ে এক মারাত্মক ঝাঁকুনিতে তাঁর ডান হাতের পেশিতে আঘাত লাগে। যন্ত্রণায় অবশ হয়ে গেলেও খেলা চালিয়ে যান তিনি।
বাড়ি ফিরে নিজেই ওষুধ খেয়ে ব্যথা কমানোর চেষ্টা করেন এবং পরদিন থেকে আবার শুটিংয়েও যান। কিন্তু এক সপ্তাহ পরে ব্যথা আরও বেড়ে যায়, ফুলতে শুরু করে আঘাতের জায়গাটা। ফিজিওথেরাপি করাতে গেলে প্রশিক্ষক বুঝতে পারেন হাতের পেশির গঠনে কিছু পরিবর্তন হয়েছে, সেখান থেকেই শুরু হয় আরও চিন্তার। এমআরআই করানোর পর জানা যায়, তাঁর ডান হাতের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। চিকিৎসকদের মতে, অস্ত্রোপচার ছাড়া এই জটিল আঘাত সেরে ওঠা সম্ভব নয়।
তাই অবিলম্বে তাঁকে দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি করা হয় এবং রবিবার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসক এক মাস বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেও, অভিনেতা জানিয়েছেন যে পুরো মাস শুটিং থেকে দূরে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। ডান হাত কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় কিছুটা সমস্যার মুখে পড়লেও, ধীরে ধীরে তিনি সুস্থ হচ্ছেন। হাতে বেশ কিছু সেলাই পড়েছে, ব্যথাও রয়েছে।
আরও পড়ুনঃ টেলিপাড়ার ‘লক্ষ্মী মেয়ে’ প্রেরণার জীবনে এসছে নতুন প্রেম! ব্যক্তিগত জীবনে কবে বিয়ে হচ্ছে জগদ্ধাত্রীর ‘সাংভি’র? ভ্লগ, অভিনয় আর বাস্তবতা নিয়ে অকপট প্রেরণা!
এদিন নিজেই সমাজ মাধ্যমে ছবি পোস্ট করে শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ জানান। এখন আপাতত শুটিং থেকে বিরতি নিয়েছেন তিনি। বৃহস্পতিবার আবার চিকিৎসকের চেম্বারে যাওয়ার কথা রয়েছে তাঁর। অভিনেতার কথায়, গল্পের গঠন এমনভাবে বদলানো হচ্ছে যাতে স্লিং ব্যাগে হাত ঝুলিয়ে অভিনয় করলেও তা পর্দায় বিশ্বাসযোগ্য মনে হয়। সব কিছু ঠিকঠাক চললে, শুক্রবার থেকেই ফের শুটিং ফ্লোরে ফিরতে পারেন তিনি।