জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“আমি এখনও অচেতন, জানি না কি করব” পিতৃশোকে কাতর মিঠাই অভিনেত্রী!

টলিপাড়ায় ফের নেমে আসল শোকের ছায়া। প্রিয় জনকে হারালেন টলিপাড়ার অভিনেত্রী। গতমাসেই আগেই মাকে হারিয়েছেন টলি অভিনেত্রী তন্বী লাহা রায় (Tonni Laha Roy)। মায়ের হাতটা শক্ত করে ধরে সামাজিক মাধ্যমে মায়ের প্রয়াণের খবর নিজেই সকলকে জানিয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে লিখেছিলেন একটি বিবৃতি। মা হারানোর কষ্ট ফুটে উঠেছিল তার লেখা প্রতিটি শব্দে।

তবে শুধু তন্বী নন, একইমাসে মাকে হারিয়েছেন অভিনেত্রী মানালি ঠাকুর। মে মাসেই মাকে হারিয়েছেন মানালি ঠাকুরও। মায়ের প্রয়াণের কথা সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন মানালি ঠাকুরের দিদি মেহুলি গোস্বামী। মায়ের প্রয়াণের পর ভেঙে পড়েছিলেন মানালি নিজেও। এবার ফের দুঃসংবাদ শোনা গেল টলিপাড়ায়। মাথার থেকে পিতার ছায়া হারালেন মিঠাইয়ের অভিনেত্রী।

কোন কোন সিনেমায় অভিনয় করেছেন অনুরাধা মুখার্জী?

যদিও বাংলা টেলিভিশনে তাকে সেইভাবে দেখেনি দর্শক। তবে বাংলা ওয়েব সিরিজ এবং সিনেমার অতি জনপ্রিয় অভিনেত্রী অনুরাধা মুখার্জী। নীহারিকা, সোয়েটার, গুলদস্তা, হলাহল, দিলখুশ সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়াও রুদ্রবীণার অভিশাপ, আহাম্মকের মতো ওয়েব সিরিজেও তাকে দেখেছে দর্শকরা। তবে ছোটপর্দায় মিঠাই ধারাবাহিকে সিডের বান্ধবীর চরিত্রে ছোটপর্দার দর্শকদের নজর কেড়েছিলেন অনুরাধা। তবে মিঠাই ছাড়া অবশ্য আর কোন ধারাবাহিকে বিশেষভাবে তাকে দেখেনি দর্শক।

বাবার প্রয়াণের কথা জানিয়ে কি লিখেছেন অভিনেত্রী অনুরাধা মুখার্জী?

তবে সম্প্রতি তার জীবনে নেমে এল শোকের কালো ছায়া। দীর্ঘ লড়াইয়ের পর বাবাকে হারালেন অভিনেত্রী। সম্প্রতি একটি দীর্ঘ পোস্ট করে মনের ভাব ব্যক্ত করেছেন তিনি। অনুরাধা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করে জানিয়েছেন “আমি জানি না কি করে আমি নিজের মনের ভাব জানাব। কি করে জানাব আমি কেমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। গত ৮ জুন আমি আবার বাবাকে হারিয়েছি। বাবার ব্রেন সার্জারি ছিল। টানা এগারো দিন পর আমি বাবাকে হারিয়েছি।”

আরও পড়ুন:টিআরপিতে বিরাট চমক! বর্ষাকে হাতিয়ার করে ফুলকিকে মাত দিল পর্ণা, কথায় ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জগদ্ধাত্রী! প্রথম সপ্তাহে কত নম্বর পেল সোনামনি সাহার শুভ বিবাহ?

অভিনেত্রী এও লিখেছেন “আমি এখনও অচেতন অবস্থায়। জানি না কি করব। অনেক কষ্ট স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি।” এছাড়াও দর্শকদের ভালোবাসা এবং তাদের পাশে থাকার কথা জানিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর পোস্টে গভীর শোকপ্রকাশ করেছেন তার অনুরাগীরা। অনেকেই আত্মার তার বাবার আত্মার শান্তি কামনা করছেন, অনেকেই আবার তাকে পাশে থাকার কথা জানিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেছেন।

WhatsApp Image 2024 06 27 at 2.39.18 PM

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page