জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“কিছু নেই তুমি ছাড়া…!” মা ছাড়া সবকিছুই বড্ড বেরঙিন — পুরনো স্মৃতি পাচ্ছেন মায়ের গন্ধ, চোখ ভেজা পোস্ট কনীনিকার!

অভিনেত্রী ‘কনীনিকা বন্দ্যোপাধ্যায়’ (Koneenica Banerjee) এর জীবনে এমন এক অধ্যায় এসেছে, যা শুধুমাত্র একজন মেয়ে নয়, একজন সন্তানের কাছেও সবচেয়ে বড় দুঃস্বপ্নর মতন। মাকে হারানোর (Mother’s Death) যন্ত্রণা, তা কোনো শব্দেই প্রকাশ করা যায় না। মা ছিলেন কনীনিকার জীবনের কেন্দ্র প্রেরণার উৎস, এবং সাহসের ভিত্তি। সেই মানুষটিকেই হারিয়ে আজ বিষণ্ণ, দিশেহারা কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

মাকে হারিয়েছেন গত ১ এপ্রিল, মায়ের মৃত্যুর ১8 দিন পার হলেও, কনীনিকার মনে যেন সেই ক্ষত এখনও তাজা। সম্প্রতি আবার মাকে নিয়ে সমাজ মাধ্যমে একটি পোস্টে নিজের আবেগময় অনুভূতি প্রকাশ করলেন তিনি। নিজের বিয়ের মুহূর্তে তোলা কিছু ছবি পোস্ট করলেন এদিন অভিনেত্রী, যেখানে মায়ের সাথে কাটানো কিছু বিশেষ মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়।

বিদায়ের মুহূর্তে কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরা কনীনিকার চোখে-মুখে ছিল এক অজানা ভয়, ভবিষ্যতের শূন্যতা। একটি ছবিতে দেখা গেল, বউভাতের সাজে সেজে কনীনিকা, পাশে দাঁড়িয়ে মা। ওই ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “কিছু নেই তুমি ছাড়া…”—এই ছোট্ট অসম্পূর্ণ বাক্যটাই যেন বলে দেয়, একজন মায়ের অনুপস্থিতি সন্তানের জীবনে কতটা গভীর প্রভাব ফেলে।

মা কল্পনা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে মাত্র ৬৫ বছর বয়সে। এই অকাল প্রয়াণে শুধু পরিবার নয়, ভেঙে পড়েছেন কনীনিকা নিজেও। এই কঠিন সময়ে সামাজিক মাধ্যমে নিজের যন্ত্রণাকে শেয়ার করেই যেন একটু স্বস্তি খুঁজছেন অভিনেত্রী। কারণ মায়ের স্মৃতি তাঁকে ছেড়ে যায়নি, বরং প্রতিটি মুহূর্তে আরও প্রবল হয়ে উঠছে সেই শূন্যতার ভার। শোক আর স্মৃতির মাঝে দাঁড়িয়ে থেকেও,

কনীনিকা এখন নিজের আবেগকে সরিয়ে শিল্পকে নিয়েই বাঁচতে চাইছেন। তাঁর এই পোস্টে বহু অনুরাগী মন্তব্যে ভরিয়ে দিয়েছেন ভালোবাসা আর সমবেদনায়। মানুষের জীবনে কিছু সম্পর্ক কখনও ফুরায় না। মা সেই সম্পর্কগুলোর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ও স্থায়ী এক নাম। কনীনিকার জীবনেও মা শুধু একজন অভিভাবক নন, বরং পথচলার প্রতিটি বাঁকে সঙ্গী ছিলেন। আজ তিনি নেই, কিন্তু প্রতিটি ছবি, প্রতিটি স্মৃতি, প্রতিটি অভ্যাসে রয়ে গেছেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page