Tollywood

Yash-Nusrat: স্বামীকে আদর করে “হন” বলে আদরমাখা শুভেচ্ছা জন্মদিনে! “বাড়িতে কি হনুমান বলে ডাকো, এখানে লজ্জায় বলতে পারছ না?” নুসরতকে নিয়ে চরম খিল্লি নেট দুনিয়ার

যশকে আগলে ধরে সোহাগে আদরে বাঁধা পড়ে গেছেন নুসরত জাহান। ছবি এবং বাস্তব জীবন একেবারে সিনেমার গানের মতো মিলে যাচ্ছে। উৎসবের আমজেই আজ অভিনেতা এবং এই অভিনেত্রীর তথাকথিত বর্তমান স্বামী যশ দাশগুপ্তের জন্মদিন। বিশেষ দিনে নিজের বিশেষ মানুষকে উইশ করবেন না এমনটা কী হয়?

একটা সময় দুজনের সম্পর্ক নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছিল। যশ নুসরতের কে হন সেই নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছিল এবং সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। একটা দীর্ঘ সময় ধরে চুপ ছিলেন দুজনেই। তারপরেই হঠাৎ করে সন্তান সম্ভবা হওয়ার কথা ঘোষণা করলেন নুসরত। সেই সময় সন্তান প্রসবের দিন যশকে দেখা গিয়েছিল হাসপাতালে যেতে এবং নুসরতের সঙ্গে সন্তানকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে আসতে।

বিষয়টা আর চাপা থাকেনি তখন। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। হ্যাঁ, তারপরেই সেই ঘোষণা করে ফেললেন অভিনেতা। তিনি নুসরতের সন্তানের বাবা। এই পিতৃত্ব স্বীকার করলেন অভিনেতা। কেউ বললেন বুকের পাটা আছে আবার কেউ ছি ছি করলেন সোশ্যাল মিডিয়ায়।

যদিও সেইসব পেরিয়ে আজ একটা মিষ্টি সম্পর্কের বাঁধনে বাঁধা পড়েছেন দুজনে। সম্প্রতি পুজোর সময় সিঁথি রাঙিয়ে সিঁদুর পরেছিলেন অভিনেত্রী। কার নামে সেটা বুঝতে বাকি রইলো না কারুর। আর এবার বরের জন্য আদুরে নুসরত একটা মিষ্টি করে বার্তা দিয়েছেন। তবে সেই উইশের ঠেলায় নিজেই কটাক্ষের মুখে পড়েছেন এই তারকা সাংসদ। পাহাড়ের কোলে নিজের স্বামীকে জাপটে ধরে রয়েছেন অভিনেত্রী। যশ আবার হেলে পড়েছেন স্ত্রীর দিকে। বেশ মাখো মাখো রোমান্টিক আমেজ।

এই রোমান্টিক ছবির সঙ্গে একটা রোমান্টিক ক্যাপশন জুড়ে দিয়েছেন অভিনেত্রী। লিখেছেন “হ্যাপি বার্থডে হন। তোমার জন্য যাবতীয় সুখ প্রার্থনা করি”। শুভকামনা জানিয়েছেন নিজের বরকে এই শুভদিনে। এবার এই হন শব্দটির অর্থ কী তাই নিয়ে নানা মুনির নানা মত জারি হয়ে গেছে নেট দুনিয়ায়।

সেই সঙ্গে জুড়েছে কটাক্ষ। অনেকের প্রশ্ন হন মানে কি হনুমান? বাড়িতে স্বামীকে এই নামে ডাকলেও প্রকাশ্যে কি এই নামে ডাকতে লজ্জা পাচ্ছেন অভিনেত্রী? যদিও কেউ কেউ সেটা শুধরে দিয়ে বলেছেন না না হন মানে হানি অর্থাৎ মধু। প্রত্যেক স্ত্রীর কাছে তার স্বামী যে সবথেকে মিষ্টি মানুষ সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাইতো নিজের স্বামীকে কী বলে ডাকেন তিনি গোপনে সেটা স্বীকার করে ফেললেন নুসরত।

Titli Bhattacharya