জি প্রোডাকশন হাউসের ব্যানারে এবার যে নতুন ধারাবাহিক আসতে চলেছে, আর সেটাকে ঘিরেই টেলিপাড়ায় ইতিমধ্যেই জোর গুঞ্জন শুরু হয়ে গেছে। কারণ, এই ধারাবাহিকে প্রথমবার একসঙ্গে অভিনয় করতে চলেছেন টেলিভিশনের দুই পরিচিত মুখ ‘আদৃত রায়’ (Adrit Roy) এবং ‘শ্বেতা ভট্টাচার্য’ (Sweta Bhattacharya)। দু’জনেই আগে থেকেই ছোটপর্দায় জনপ্রিয়, তবে কখনও একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাঁদের। দর্শকদের জন্য তাই এই জুটি একেবারে নতুন, এবং স্বাভাবিকভাবেই তাদের রসায়ন নিয়ে অনেকের কৌতূহল তৈরি হয়েছে।
প্রসঙ্গত, শ্বেতা ভট্টাচার্যের শেষ ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ শেষ হয়েছে কিছুদিন আগেই, যেখানে তিনি শ্যামলী চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন। অন্যদিকে, আদৃত রায়কে শেষ দেখা গিয়েছে ‘মিত্তিরবাড়ি’ ধারাবাহিকে, যেখানে তাঁর চরিত্রের নাম ছিল ধ্রুব। সে ধারাবাহিকটিও শেষ হয়েছে আগে। তাই নতুন এই প্রজেক্টের খবরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। দু’জনের এই নতুন পথচলা কতটা ভিন্নধর্মী হবে, সেটাই এখন দেখার।
উল্লেখ্য, এই ধারাবাহিকটির প্রোমো শুট হবে পুজোর পরে এমনটাই জানা গেছে ঘনিষ্ঠ মহল থেকে। যদিও ধারাবাহিকের নাম বা গল্পের বিস্তারিত এখনও প্রকাশ্যে আসেনি, তবু এটুকু বোঝা যাচ্ছে জি এই প্রজেক্ট নিয়ে বেশ গুরুত্ব দিচ্ছে। পুজোর পর এমনিতেই দর্শকসংখ্যা বাড়ে, সেই সময় নতুন জুটি নিয়ে ধারাবাহিক শুরু করা মানেই অনেক কিছু বাজি রাখা। শুটিং শুরু হলে হয়তো চরিত্র ও গল্প নিয়েও আরও অনেক তথ্য জানা যাবে।
টেলিভিশন জগতে নতুন মুখের চেয়ে পরিচিত মুখের নতুন জুটি অনেক সময় বেশি কৌতূহল তৈরি করে। শ্বেতা এবং আদৃত দুই অভিজ্ঞ অভিনেতা, কিন্তু তাদের জুটিকে একসঙ্গে পর্দায় দেখার অভিজ্ঞতা দর্শকদের কাছে নতুন হবে। এখন পর্যন্ত যা খবর, তাতে এই জুটির মধ্যে রোম্যান্টিক গল্পের রসায়ন দেখা যেতে পারে, তবে নির্মাতারা এখনও কিছু ঘোষণা করেননি যে কেমন গল্প হতে চলেছে।
আরও পড়ুনঃ ৪০ বছর পর মহুয়া রায়চৌধুরীর মৃ’ত্যু রহস্য এবার সামনে! আ’ত্মহ’ত্যা নাকি খু’ন? বড়পর্দায় আসছে বাঙালির প্রিয় অভিনেত্রীর অমীমাংসিত পরিণতির গল্প! জি বাংলার জনপ্রিয় নায়িকা থাকছেন মুখ্য চরিত্রে! কে জানেন?
সব মিলিয়ে, এই নতুন ধারাবাহিক ঘিরে আগ্রহ দিন দিন বাড়ছে। ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এলেই হয়তো আরও স্পষ্ট হবে কোন পথে হাঁটবে এই গল্প। আর তখনই জানা যাবে ধারাবাহিকের নামও। তবে তার আগে দর্শকদের অপেক্ষা করতে হবে পুজো শেষ হওয়ার। এখন দেখার যে, আদৃত-শ্বেতার এই নতুন জুটি আদৌ দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে। আপনাদের কী মনে হয়, এই জুটি ঠিক কতটা মানাবে পর্দায়?