জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সিদ্ধার্থ, ধ্রুব মিত্তির একাধিক চরিত্র পেরিয়ে নতুন ধারাবাহিকের শুটিং শুরু করতে চলেছেন আদৃত রায়! কোন চ্যানেলে, কোন অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে নায়ককে?

‘মিত্তির বাড়ি’ শেষ হওয়ার পর থেকেই দর্শকের একটাই প্রশ্ন—আদৃত রায়কে আবার কবে দেখা যাবে? দীর্ঘদিন পর্দা থেকে দূরে থেকেও জনপ্রিয়তার বিন্দুমাত্র হেরফের হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে জল্পনা, বাড়িয়েছে কৌতূহল। অবশেষে জানা গেল, খুব শীঘ্রই নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন আদৃত। তিনি যদিও এখনও অফিসিয়ালি কিছু জানাননি, তবে ইন্ডাস্ট্রি সূত্রের খবর বলছে, স্টার জলসায় শুরু হতে যাওয়া এসভিএফ-এর নতুন মেগার নায়ক হিসাবে ভাবা হয়েছে তাঁকে।

নতুন ধারাবাহিক নিয়ে এখনই মুখ খুলতে নারাজ অভিনেতা, কিন্তু টলিপাড়ার ভেতরের খবর বেশ জোরদার। গল্পের নায়কের চরিত্রে আদৃতকেই নাকি প্রথম পছন্দ প্রযোজকদের। তাঁর বিপরীতে কাকে দেখা যাবে, তা এখনও চূড়ান্ত হয়নি। আলোচনায় আছে একেবারে নতুন মুখ নেওয়ার ভাবনাও। ফলে দর্শকের আগ্রহ আরও বাড়ছে—উইথ হুম আদৃতের নতুন রসায়ন দেখতে চলেছে বাংলা টেলিভিশন?

‘মিত্তির বাড়ি’ করতে গিয়ে নিজের ওপর প্রচণ্ড পরিশ্রম করেছিলেন আদৃত। মাত্র ২২ দিনে ১২ কেজি ওজন কমিয়ে সবার নজর কাড়েন তিনি। নিজের চরিত্রকে বিশ্বাসযোগ্য করতে কঠোর ডায়েট ও নিয়মের ভিতরে নিজেকে আটকে রাখতে হয়েছিল তাঁকে। এবারও কি নতুন লুকে, নতুন প্রস্তুতিতে ফিরবেন অভিনেতা? তাঁর অনুরাগীরা ইতিমধ্যেই সে জল্পনা শুরু করে দিয়েছেন।

অভিনয়ের পাশাপাশি আদৃতের ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকের আগ্রহ কম নয়। ‘মিঠাই’ শেষ হওয়ার পর সহ-অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীকে বিয়ে করেছেন তিনি। তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত আলোচনা কখনওই পছন্দ করেন না আদৃত। বরাবরই তিনি চান তাঁর সম্পর্কে কথা হোক শুধুই কাজের প্রেক্ষিতে।

সব মিলিয়ে ফের পর্দায় আদৃতকে দেখতে তৈরী হয়ে বসে আছেন দর্শকরা। নতুন ধারাবাহিক কখন শুরু হবে বা কেমন হবে গল্প, সে সব এখনই জানা না গেলেও, তাঁর প্রত্যাবর্তন যে ইতিমধ্যেই উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তা বলাই যায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page