জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“এমন অনেক কথা আছে যেগুলো আমার স্ত্রী জানতেন না, সম্পর্কে থাকতে গেলে অনেক মানিয়ে নিতে হয়” অকপট অঞ্জন দত্ত

পরিচালক অঞ্জন দত্ত (Anjan Dutta) সম্পর্কে আলাদা করে বাঙালিকে চেনাতে হবে না। তিনি তাঁর প্রতিভার দ্বারা অনুরাগীদের মন দখল করেছেন। সামনেই আসছে অঞ্জন দত্তের নতুন ছবি। আর তার আগেই খোলামেলা আড্ডায় তিনি। সঙ্গী হলেন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)

ছবি মুক্তিতে আড্ডায় অঞ্জন দত্ত!

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রচলিত কথা “সময় এবং সম্পর্ক এক সুতোয় গাথা..” সেখান থেকেই উৎপত্তি নেওয়া “এই রাত তোমার আমার” এর গল্প নিয়ে কথা বললেন পরিচালক পরমব্রত। অন্যদিকে অঞ্জন দত্ত নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বললেন। তিনি বললেন, এমন অনেক কথাই ছিল যে তাঁর স্ত্রী জানতেন না। তাঁর কথায়, সম্পর্কে থাকতে গেলে অনেক কিছুই মানিয়ে নিতে হয়।

তাঁর কথায়, বর্তমান প্রজন্মের কাছে প্রবীনদের একসাথে থাকা একটা ফ্যাসিনেটিং এর মত। তিনি যেমন অনেক অল্প বয়সে তার মা-বাবাকে হারিয়েছেন এবং বর্তমান সমাজে দাঁড়িয়ে সম্পর্কে সমীকরণের সাথে আগের দিনের মানুষের সমীকরণের আকাশ-পাতাল পার্থক্য কারণ খুঁজতে গিয়ে কিভাবে মান অভিমান সবকিছু সাথে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হয়। এই সিনেমাতে তারই গল্প বলা আছে।

সম্পর্ক ভাঙ্গা করা নিয়ে তাদের দুজনেরই বক্তব্য: অভাব শুধু স্বীকৃতির। সম্পর্ক ভাঙছে গড়ছে এটা যুগের পর যুগ ধরে চলে এলেও এখন বর্তমানে দাঁড়িয়ে যতটা মানুষ স্বীকার করতে পারে, আগের সময় সেটা ছিল না। আগের সময় বর্তমান সময়ের অনেক কিছুর তুলনা করে এক প্রেমে তুলে ধরার একটি সুন্দর প্রচেষ্টা এই সিনেমাটি।

Soumi

                 

You cannot copy content of this page