জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সারেগামাপা খ্যাত আরাত্রিকার মুকুটে ফের নতুন পালক! দারুণ সুখবর দিলেন গায়িকা! জানলে খুশি হবেন আপনিও

বাংলা সংগীত জগতে এক নতুন নাম যিনি অল্প সময়েই মানুষের মনে জায়গা করে নিয়েছেন, তিনি আরাত্রিকা সিনহা। তাঁর সুরেলা গলায় দর্শক যেমন মুগ্ধ হয়েছিলেন, তেমনই গায়িকার প্রতিটি সাফল্য আজ ভক্তদের কাছে আনন্দের সংবাদ। এবার ফের নতুন খবরে উচ্ছ্বসিত গায়িকার অনুরাগীরা।

টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো সারেগামাপা মঞ্চ থেকেই আরাত্রিকার পথচলা শুরু। বিজয়ী ট্রফি না পেলেও তিনি জিতেছিলেন হাজারো দর্শকের ভালোবাসা। সেইসঙ্গে পেয়েছিলেন মর্যাদাপূর্ণ কালিকাপ্রসাদ অ্যাওয়ার্ড। এই অর্জনই তাঁর কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে।

শো শেষ হওয়ার পর থেকে আরাত্রিকা ক্রমশ আরও ব্যস্ত হয়ে পড়েন। একদিকে একের পর এক স্টেজ শো, অন্যদিকে সিনেমায় প্লে-ব্যাক সব মিলিয়ে দিন কাটছে চরম ব্যস্ততায়। ইতিমধ্যেই তিনি বাংলা সিনেমার জন্য দুটি গান রেকর্ড করেছেন, যা তাঁর কেরিয়ারকে আরও এগিয়ে নিয়ে গেছে।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় নতুন খবর শেয়ার করেছেন আরাত্রিকা। ফেসবুকে রেকর্ডিং স্টুডিওর ছবি দিয়ে তিনি জানান, পরিচালক কৌশিক সেনগুপ্তর আগামী ছবি ‘নৈবেদ্য’-র জন্য গান গাইছেন তিনি। গানটির সঙ্গীত পরিচালনা করছেন শ্রদ্ধেয় কল্যাণ সেন বরাট। আর এই বিশেষ গানে তাঁর সঙ্গী হচ্ছেন বাংলার অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী রূপঙ্কর বাগচী।

এই নতুন ডুয়েটের খবরে আনন্দিত নেটিজেনরা ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন গায়িকাকে। অনেকে লিখেছেন, তাঁর গলায় এই গান শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। স্বপ্নপূরণের পথে একের পর এক ধাপ পার করে এগিয়ে চলেছেন আরাত্রিকা। দর্শকের ভালোবাসা আর কঠোর পরিশ্রমই তাঁকে এনে দিচ্ছে সাফল্যের নতুন পালক।

Piya Chanda

                 

You cannot copy content of this page