বাংলা সিনেমা এবং ধারাবাহিক জগতে একসময় যিনি রাজ করেছেন, আজ তিনি প্রায় আড়ালে। অভিনেত্রী পাপিয়া অধিকারী দীর্ঘদিন ধরে আলোচনার বাইরে। একসময় ছোটপর্দা থেকে বড়পর্দায় সমান সাফল্যের ছাপ রেখেছিলেন তিনি। কিন্তু বর্তমানে কাজের ব্যস্ততা নয়, বরং নিস্তব্ধতা ঘিরে রেখেছে তাঁর জীবন।
পাপিয়ার শেষ দেখা গিয়েছিল জনপ্রিয় ধারাবাহিক দত্ত এন্ড বউমা-তে। এর পর থেকে আর কোনো উল্লেখযোগ্য কাজ হাতে পাননি তিনি। ধীরে ধীরে যেন আলোর মঞ্চ থেকে সরে গিয়েছেন এই দাপুটে অভিনেত্রী। কিন্তু তাঁর মতো একজন নামকরা শিল্পীকে কেন নতুন প্রজেক্টে দেখা যাচ্ছে না, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাঁর ভক্তদের মনে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিমান ও ক্ষোভ উগরে দিয়েছেন পাপিয়া। তাঁর স্পষ্ট বক্তব্য— “আমার মতো একজন দাপুটে অভিনেত্রীকে কেন প্রযোজকেরা কাস্ট করে না সেটা তাদের ক্ষতি। আমার তাতে কোনো আক্ষেপ নেই। আমি হাত পেতে কারোর কাছে ভিক্ষে চাইতে পারি না।” কথাগুলিতে স্পষ্টই ধরা পড়ছে দীর্ঘদিন কাজ না পাওয়ার কষ্ট।
পাপিয়া জানিয়েছেন, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায় তাঁকে আজও ভালোবাসেন ও সম্মান করেন। একসময় ছবির কাজ শুরুর আগে কৌশিক তাঁর সঙ্গে পরামর্শ করতেন। সৃজিতও শ্রদ্ধা করেন তাঁকে। কিন্তু ভালোবাসা ও সম্মানের মাঝেই কোথাও যেন কাজের দিক থেকে তৈরি হয়েছে ফাঁক। এমনকি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও তাঁকে কোনো প্রজেক্টে ডাকছেন না, যা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ সারেগামাপা খ্যাত আরাত্রিকার মুকুটে ফের নতুন পালক! দারুণ সুখবর দিলেন গায়িকা! জানলে খুশি হবেন আপনিও
তবে ক্ষোভ থাকলেও আত্মসম্মান ছাড়তে নারাজ পাপিয়া। তিনি মনে করেন, তাঁর মতো একজন প্রতিষ্ঠিত শিল্পীকে কাজ না দেওয়া প্রযোজকদেরই ক্ষতি। তাই নিজের কেরিয়ার নিয়ে আপস করতে চান না তিনি। অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য— শিল্পী হিসেবে তিনি আজও যথেষ্ট যোগ্য, তবে কাজের জন্য কখনও হাত পেতে ভিক্ষে চাইবেন না। তাঁর এই স্পষ্টবাদী মনোভাবই প্রমাণ করছে, আলোচনার বাইরে থাকলেও শিল্পীর আত্মসম্মান আজও অটুট।