জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টলিপাড়ার সেটে চাপা উত্তেজনা! পর্দায় বোন, বাস্তবে প্রতিদ্বন্দ্বী! জনপ্রিয় ধারাবাহিকে দুই অভিনেত্রীর ঠাণ্ডা লড়াই চরমে!

পর্দায় যেমন গল্প চলে, তার থেকেও বেশি নাটক লুকিয়ে থাকে ক্যামেরার আড়ালে (Backstage Drama)টলিপাড়ার (Tollywood) একটি জনপ্রিয় ধারাবাহিকের সেট এখন ঠিক সেই রকম এক দ্বন্দ্বের মঞ্চ। শোনা যাচ্ছে, ধারাবাহিকের দুই মুখ্য অভিনেত্রীর মধ্যে ঠাণ্ডা লড়াই চলছে। একজন নায়িকা, অন্যজন তাঁর পর্দার দিদি। পর্দায় যতই বোনের মতো মধুর সম্পর্ক দেখানো হোক না কেন, বাস্তবে সম্পর্ক যেন ঠিক তার উল্টো। শুটিংয়ের ফাঁকে, সেটের বাইরেও তাঁদের দ্বন্দ্ব এখন নিত্যদিনের চর্চার বিষয়।

সূত্র অনুযায়ী অভিযোগ, এই দুই অভিনেত্রীর মধ্যে প্রতিনিয়ত চলে ‘প্রাধান্য’র টানাটানি। কে আগে শুট করবেন, কার দৃশ্য বেশি, কে কতটা গুরুত্ব পাচ্ছেন, এই নিয়ে খুঁটিনাটি বিতর্ক নাকি এমন জায়গায় পৌঁছেছে, যেখানে সেটের পরিবেশই বিঘ্নিত হচ্ছে। কখনও নায়িকার শট আগে থাকলে মুখ ভার করেন ‘দিদি’, আবার কখনও দিদি গুরুত্ব পেলে শুটিং ছেড়ে চলে যেতে মন চায় নায়িকার। এই টানাপোড়েনের জেরে বাকিরা পড়েছেন চরম অস্বস্তিতে।

আইন-কানুন নিয়ে এই ধারাবাহিক, আর প্রযোজকেরও সুনাম রয়েছে ইন্ডাস্ট্রিতে। তিনি সাধারণত সব কলাকুশলীর সঙ্গে সমানভাবে আচরণ করেন বলেই পরিচিত। কিন্তু তাঁর নজরের আড়ালে এই ধরনের আচরণ ক্রমেই অনিয়ন্ত্রিত হয়ে উঠছে বলে অভিযোগ। বাকিরা ভাবছেন, এই সমস্যার স্থায়ী সমাধান দরকার, না হলে শুটিং চালিয়ে যাওয়া কঠিন হয়ে দাঁড়াবে।

সেটের অন্যান্য কলাকুশলীদের মতে, দু’জন অভিনেত্রীর এই সংঘাতের প্রভাব পড়ছে সৃজনশীলতায়ও। গল্পের গতি রক্ষা করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন, কিন্তু এখনকার পরিস্থিতিতে সেটে কাজ করাটাই যেন ধৈর্যের পরীক্ষা। কিছু অভিনেতা তো ইতিমধ্যেই নিজেদের মধ্যে আলোচনা করে প্রযোজককে বিষয়টি জানানোর পরিকল্পনা করেছেন।

টেলিভিশনের জগতে ক্যামেরার পেছনের গল্প কখনও কখনও ক্যামেরার সামনের চেয়েও বেশি নাটকীয় হয়। এই দুই অভিনেত্রীর যু’দ্ধ যদি থামানো না যায়, তাহলে ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়েও তৈরি হতে পারে প্রশ্ন। দর্শকদের মনোরঞ্জনের জন্য যে ভিত গড়ে তোলা হয়, তা যদি নাড়িয়ে দেয় অভ্যন্তরীণ সংঘাত, তবে ক্ষতিগ্রস্ত হবে সবাই। এখন দেখার, প্রযোজক সত্যিই বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেন কি না।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page