গ্ল্যামার দুনিয়ার ঝলমলে আলো যতটা উজ্জ্বল, তার বাইরের অন্ধকার ততটাই গভীর। ক্যামেরার সামনে অভিনেতা-অভিনেত্রীদের হাসি, সাজ, খ্যাতি দেখে দর্শকেরা মনে করেন তাঁদের জীবন যেন রূপকথার মতো। কিন্তু আসল ছবি অন্যরকম। খ্যাতির আড়ালে লুকিয়ে থাকে যন্ত্রণা, ত্যাগ আর ব্যক্তিগত লড়াই। এই লড়াইয়ের সাক্ষী হয়েছেন অভিনেত্রী বুলবুলি চৌবে পাঁজা, যিনি একসময় টেলিভিশনের পরিচিত মুখ হলেও বর্তমানে প্রায় তাকে দেখাই যায় না।
একটা সময়ে বুলবুলি চৌবে পাঁজা দর্শকদের মনোরঞ্জন করেছেন নানাভাবে। জনপ্রিয় একটি খেলার শো সঞ্চালনা করেছিলেন তিনি, এর পাশাপাশি রান্নার অনুষ্ঠান, দূরদর্শনের টেলিফিল্ম এবং বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছিলেন। মিষ্টি চেহারা আর প্রাণবন্ত উপস্থাপনা তাঁকে আলাদা করে তুলেছিল। দর্শকের মনে তৈরি হয়েছিল এক বিশেষ জায়গা।
কিন্তু জীবন তো সবসময় একই ছন্দে চলে না। অভিনয়, সঞ্চালনা—সব কিছু নিয়মিত করতে করতেই হঠাৎ করেই অনেকটা দূরে সরে গেলেন বুলবুলি। ২০০৫ সালে বিয়ের পর সংসার হয়ে উঠল তাঁর জীবনের প্রধান দায়িত্ব। এরপরই এল বড় আঘাত। গর্ভস্থ সন্তানের মৃত্যু তাঁকে ভেঙে দেয় ভিতর থেকে। দীর্ঘ সময় সেই শোক বুকে নিয়ে কাটাতে হয়েছে তাঁকে। পরে অবশ্য ফুটফুটে এক ছেলের মা হন তিনি। তখন থেকে ধীরে ধীরে পরিবারের প্রতি আরও বেশি মনোযোগী হয়ে পড়েন।
অভিনয়ের প্রস্তাব যে তাঁর কাছে আসেনি, তা নয়। কাজের সুযোগ ছিল হাতের কাছেই। কিন্তু বুলবুলির মনে হয়েছে এই সময় সন্তানের পাশে থাকা জরুরি। বিশেষ করে ছেলের বোর্ড পরীক্ষার সময় তিনি ভেবেছিলেন, সন্তানের ভবিষ্যৎই সবচেয়ে বড় দায়িত্ব। তাই তখন আবার অভিনয় থেকে সরে দাঁড়ান। তাঁর কথায়, জীবনে অনেক কিছু অবহেলা করেছেন, কিন্তু সন্তানের পড়াশোনাকে তিনি অবহেলা করতে চান না।
আরও পড়ুনঃ ‘ভিড়ে অভদ্রতা দেখলে হাত চালিয়ে দেবে’— ভিড়ের মধ্যে নারীদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস নিশ্চিত করতে এভাররেডি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেডের বিশেষ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কৌশানি মুখার্জী!
আজও তাই বুলবুলি চৌবে পাঁজা পর্দার বাইরে। তবে সেটা কাজ না পাওয়ার জন্য নয়, বরং তাঁর নিজের সিদ্ধান্তে। তিনি বিশ্বাস করেন, পরিবারের প্রতি দায়িত্বই এখন সবচেয়ে বড়। তাই গ্ল্যামার দুনিয়ার ঝলকানি থেকে ইচ্ছে করেই দূরে রয়েছেন তিনি। বুলবুলি জানিয়েছেন, একবার দায়িত্ব কাঁধে নিলে সেটাকে তিনি সঠিকভাবে শেষ করতেই চান। কিন্তু অভিনেত্রী এটাও জানিয়েছেন যে অতীতে সবকিছু ছেড়ে না দিয়ে আরো সঠিকভাবে সবকিছু সিদ্ধান্ত নিলে তিনি হয়তো আজকে আরো ভালো অভিনেত্রী হতে পারতেন। অর্থাৎ পরিবার সামলানোর পাশাপাশি তিনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে হয়তো সবকিছুই বজায় থাকতো। পরবর্তীতে আবার কবে তাকে দেখতে পাওয়া যাবে সেই আশায় দর্শক মহল।