বাংলা চলচ্চিত্রের ভুবনে নব্বইয়ের দশকে এক অভিনেত্রীর নাম দারুণভাবে দর্শকদের মনে দাগ কেটেছিল তিনি হলেন চুমকি চৌধুরী। তার অভিনয়, তার হাসি, আর সহ-অভিনেতা লোকেশ ঘোষের সঙ্গে জনপ্রিয় জুটি তখন এক সময়ে সিনেমাপ্রেমীদের কাছে ছিল বিশেষ আকর্ষণ। কিন্তু জীবনের পথ বড়ই অনিশ্চিত। একসময় রূপালি পর্দায় যিনি দাপট দেখিয়েছিলেন, তিনি আজ নানা কারণে ধীরে ধীরে সরে গেছেন আলো থেকে। আজ আবার সেই চুমকি নতুন করে দর্শকের সামনে ফিরে এসেছেন, তবে জীবনের নানা কষ্ট ও হারানোর বেদনাকে সঙ্গী করেই।
১৯৭০ সালের ফেব্রুয়ারিতে কলকাতায় জন্ম অভিনেত্রীর। তার বাবা ছিলেন বিশিষ্ট পরিচালক অঞ্জন চৌধুরী এবং মা জয়শ্রী চৌধুরী। তিন ভাইবোনের মধ্যে চুমকি ছিলেন বড়। পরিবারে তখন আর্থিক টানাপোড়েন চললেও, ধীরে ধীরে বাবার পরিচালিত ছবির সাফল্যেই অবস্থার উন্নতি হয়। ছোটবেলা থেকেই নাচ ও গানের প্রতি ঝোঁক ছিল চুমকির। পড়াশোনা করেছেন জয়শ্রী শিক্ষা নিকেতন ও পরে আলিপুর কলেজে। বাবার পরিচালনায় ১৯৯০ সালে মুক্তি পাওয়া হীরক জয়ন্তী সিনেমার মাধ্যমে তিনি অভিনয়ের জগতে প্রথম পরিচিতি পান।
এরপর একে একে বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। দুঃখী, মায়া মমতা, মেজো বউ, —এমন অনেক ছবিতে তার চরিত্র দর্শকদের মনে দাগ কেটেছিল। বিশেষ করে লোকেশ ঘোষের সঙ্গে তার রসায়ন সেই সময় দারুণ জনপ্রিয় হয়। অভিনয়ের পাশাপাশি দু’জনের প্রেম গড়ায় বিয়েতে। কিন্তু ব্যক্তিগত জীবনে সুখ দীর্ঘস্থায়ী হয়নি। তাদের দাম্পত্য ভেঙে যায়। এরপরে চুমকিও রূপালি পর্দা থেকে সরে যান, বাবার ছবি ছাড়া আর কোথাও তাকে দেখা যেত না।
অভিনয় থেকে দূরে থাকার সময়েই জীবনে আসে আরও ঝড়। বাবা অঞ্জন চৌধুরীর মৃত্যু, ২০২২ সালে মায়ের প্রয়াণ, আর চলতি বছরের শুরুতে ছোট ভাই সন্দীপের আকস্মিক মৃত্যু—এই একের পর এক আঘাতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। ব্যক্তিগত জীবনের এই ক্ষত তাকে গভীরভাবে নাড়া দিলেও, জীবন থেমে থাকে না। তিনি আবার কাজে ফেরার সিদ্ধান্ত নেন। টেলিভিশনে ‘আলতা ফরিং’ ধারাবাহিকে তাকে শেষবার দেখা গিয়েছিল। এরপরে দ্বিতীয় বসন্ত ধারাবাহিকে তাকে দেখা গিয়েছে।
আরও পড়ুনঃ “এবার হুগলি থেকে মেট্রো হবে! শাসক দলই রাতদিন নিরলসভাবে কাজ করে চলেছে মানুষের স্বার্থে!” “বিরোধীরা জনসাধারণকে ভুল পথে চালিত করছে!”—স্পষ্ট কথা রচনার !
অভিনেত্রী জীবনের অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে টলিউডের আরেক নাম জয় ব্যানার্জী। শুরুর দিকে তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল, এমনকি বিয়ের কথাও উঠেছিল। কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্ক ভেঙে যায়। অভিনেতা জয় নিজে এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন, চুমকির সঙ্গে তার সম্পর্ক বিয়েতে গড়াতে পারত, তবে অজ্ঞাত কারণে তা সম্ভব হয়নি। ফলে দর্শকরা চুমকি ও জয়ের জনপ্রিয় জুটি আর কখনও পর্দায় একসাথে দেখতে পাননি।