জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“সুপারহিট দুই ছবি, তবু ও আমার স্ত্রী বলেই কেউ ডাকছে না!” “চূর্ণীর ব্যর্থতা নয়, সফলতাই যেন অভিশাপ!” — স্ত্রীকে নিয়ে মন খারাপ কৌশিক গঙ্গোপাধ্যায়ের! চূর্ণী গাঙ্গুলিকে অবজ্ঞা করছে টলিউড ইন্ডাস্ট্রি!

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে হয়েছিল তাঁদের আলাপ। একজন বাংলা বিভাগের ছাত্র, অন্যজন ইংরেজি সাহিত্যের ছাত্রী। কলেজ জীবনের সেই পরিচয় ধীরে ধীরে পরিণত হয় গভীর প্রেমে, আর তারপর গড়ে ওঠে এক অসম্ভব শক্তিশালী সম্পর্কের ভিত। আজ বাংলা বিনোদন জগতের (Tollywood) অন্যতম সফল এবং সম্মানিত দম্পতি ‘কৌশিক গঙ্গোপাধ্যায়’ (Kaushik Ganguly) এবং ‘চূর্ণী গঙ্গোপাধ্যায়’ (Churni Ganguly) । তাঁদের জীবন ও কর্ম একে অপরের পরিপূরক হয়ে উঠেছে বহু বছর ধরেই।

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবিতে চূর্ণী আগেই নিজেকে প্রমাণ করেছেন। তবে শুধু পর্দার সামনে নয়, পর্দার পিছনেও তাঁর অবদান অসীম। একাধিক সাক্ষাৎকারে কৌশিক নিজেই স্বীকার করেছেন, স্ত্রী চূর্ণী তাঁর জীবনের মূল স্তম্ভ। যখন কৌশিকের হাতে কোনও কাজ ছিল না, সেই সময় সংসারের যাবতীয় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন চূর্ণী, বাংলা ধারাবাহিকে অভিনয় করে সংসার চালিয়েছিলেন। এমনকি তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতেও পিছপা হননি তিনি।

চূর্ণীর এই নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগ তাঁদের সম্পর্ককে করে তুলেছে আরও গভীর। প্রসঙ্গত, চূর্ণী গঙ্গোপাধ্যায়ের কেরিয়ারের দিক থেকেও গত কয়েক বছর ছিল দারুণ গুরুত্বপূর্ণ। ২০২৩ সালে মুম্বইয়ের ছবিতে নিজের অভিনয়ের জোরে নজর কেড়েছেন তিনি। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে অভিনয় করার পর আবারও কলকাতার মাটিতে ফিরেই কাজ করেছেন কৌশিকের ‘অর্ধাঙ্গিনী’ ছবিতে। দুটি জগতেই প্রশংসিত হওয়ার পাশাপাশি জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

কিন্তু মজার বিষয়, এত সাফল্যের পরেও ইন্ডাস্ট্রি তাঁকে যেন উপেক্ষা করতে শুরু করেছে। এই প্রসঙ্গে কৌশিকের অকপট মন্তব্য। তিনি মনে করেন, এত প্রতিভা ও পরিশ্রম থাকা সত্ত্বেও চূর্ণীকে হয়তো কাজ দেওয়া হয় না শুধুমাত্র এই কারণে যে তিনি কৌশিক গঙ্গোপাধ্যায়ের স্ত্রী! সেই জন্য তাঁর নাকি কোনও কাজের অভাব হবে না। এই উক্তির মধ্যেই যেন লুকিয়ে আছে এক শিল্পীর যন্ত্রণা, যেখানে ব্যক্তিগত সম্পর্কই হয়ে দাঁড়ায় পেশাগত বাধা।

আবার এটিও বোঝায়, তাঁদের সম্পর্ক কেবল প্রেম নয় বরং এক গভীর আত্মিক বন্ধন যা শিল্প ও জীবনের প্রতিটি বাঁকে একে অপরকে সঙ্গ দিয়েছে। এবার সেই ‘অর্ধাঙ্গিনী’-রই দ্বিতীয় অধ্যায় নিয়ে ফিরছেন কৌশিক ও চূর্ণী। এই নতুন যাত্রায় আবারও একসঙ্গে কাজ করবেন তাঁরা। অনেকের কাছে তাঁরা নিছক একটি তারকা দম্পতি হলেও, তাঁদের জীবন আসলে আত্মত্যাগ, ভালবাসা আর সম্মিলিত স্বপ্ন গড়ার এক উজ্জ্বল উদাহরণ।

Piya Chanda

                 

You cannot copy content of this page