কখনও কখনও জীবনের কিছু মুহূর্ত কেবল স্মৃতি হয়েই রয়ে যায়, যা ফিরে আসে বছরের পর বছর পর। তারার আলো যেমন থেকে যায় দিনের গভীরে, ঠিক তেমনই কিছু সম্পর্ক রয়ে যায় কোথাও এক কোণে। আর ভক্তদের অপেক্ষাও একসময় যেন ক্লান্ত হয়ে পড়ে। দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি—যাঁরা একসময় ছিলেন টলিউডের অন্যতম সেরা রোমান্টিক পেয়ার, তাঁদের সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে বহু গল্প, বহু অপেক্ষা। কিন্তু এতদিন পর হঠাৎ মাত্র দেড় মিনিটের একটি ভিডিও সব জল্পনার ঊর্ধ্বে উঠে দাঁড়িয়েছে!
দশকের পুরনো প্রেমের গুঞ্জন, একসঙ্গে একাধিক হিট ছবি, ব্যক্তিগত ঘনিষ্ঠতা—সবই যেন একসময় থেমে গিয়েছিল এক অজানা ছেদে। শুভশ্রী বিয়ে করেন পরিচালক রাজ চক্রবর্তীকে এবং এখন তিনি দুই সন্তানের জননী। অন্যদিকে, দেব নিজের জীবনে রুক্মিণী মৈত্রকে সঙ্গী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁদের দুজনের মধ্যে এতটা সময় বিচ্ছিন্নতা ছিল যে, প্রায় এক দশক তাঁরা একে অপরের মুখোমুখি হননি, এমনকি কোনও অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়নি।
কিন্তু চলতি সপ্তাহে হঠাৎ করেই সেই পুরনো অধ্যায় যেন আবারও নতুন করে চোখে পড়ছে। দেব ও শুভশ্রী দুজনেই তাঁদের বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’র (Dhumketu) প্রচারে নেমেছেন। যদিও তারা এখনও একসঙ্গে কোনও প্রচার কর্মসূচিতে উপস্থিত হননি কিংবা যুগ্ম সাক্ষাৎকার দেননি, তবে সামাজ মাধ্যমে একে অপরকে নিয়ে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। এই পরিবর্তন অনেককেই অবাক করেছে, আবার অনেকের হৃদয়ে ফিরিয়ে এনেছে পুরনো উত্তেজনা।
এই আলোড়নের মধ্যেই এক নতুন খবর চমক এনে দিয়েছে ভক্তদের মনে। আগামী ৪ অগস্ট ‘ধূমকেতু’ ছবির ট্রেলার লঞ্চের জন্য একটি বিশাল অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে কলকাতার নজরুল মঞ্চে। যেখানে প্রথমবার দেব-শুভশ্রী একসঙ্গে উপস্থিত হবেন, এই খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। দেব-শুভশ্রী নিজে এই খবর ভিডিও শেয়ারের মাধ্যমে ভক্তদের জানিয়েছেন। উল্লেখ্য, বাংলা সিনেমার ইতিহাসে ট্রেলার লঞ্চের জন্য এমন রাজকীয় আয়োজন বিরল। ফলে সকলের নজর এখন সেই দিনটির দিকে।
আরও পড়ুনঃ “মা না থাকলে শুটিং ফ্লোর ছেড়ে বেরিয়ে আসতাম!” “জীবনসঙ্গী হবে বন্ধুর মতো, বয়সের পার্থক্য মানি না!”— সম্পর্কের গুঞ্জনে চুপ না থেকে এবার জবাব দিলেন দিতিপ্রিয়া! বিতর্কের মাঝে দিতিপ্রিয়া জানালেন নিজের মানসিক অবস্থার কথা! জীতুর পোস্টেই কি অস্বস্তি? মুখ খুললেন অভিনেত্রী!
দশ বছর পর একসঙ্গে একই মঞ্চে ফিরছেন ‘দেসু’ জুটি। তাঁদের এই পুনর্মিলন কি শুধুই পেশাগত, নাকি পুরনো গল্পের নতুন অধ্যায় শুরু হতে চলেছে? তার মানে আবার কি ভক্তরা একসঙ্গে দেখতে পাবেন তাদের অন্য ছবিতেও? তাঁরা কি মুখোমুখি হয়ে অতীতের জবাব দেবেন, নাকি স্রেফ স্ক্রিপ্ট অনুযায়ী হাসিমুখে থেকে যাবেন? এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে হাজার হাজার ভক্তের মনে। ৪ অগস্ট—দিনটি এখন শুধুই একটি ট্রেলার লঞ্চ নয়, এটি হতে চলেছে বহু অপেক্ষার সমাপ্তির দিন।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।