টলিউডের ব্যস্ত কাজের মাঝে অনেক তারকাই নিজেদের মন ভালো রাখার আলাদা উপায় খুঁজে নেন। কখনও চুপ করে কোথাও বসে থাকা, কখনও ছবি আঁকা, আবার কখনও বইয়ের পাতায় ডুবে যাওয়া— নিজেদের মতো করে শান্তির খোঁজ করেন সকলে। আর ঠিক এমনই এক শান্তির ঠিকানা বেছে নিয়েছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।
দিতিপ্রিয়া রায় ছোট পর্দার এক বিশাল পরিচিত নাম। রানী রাসমণি ধারাবাহিক তাঁকে রাতারাতি ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল। বর্তমানে তিনি অভিনয় করছেন চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে, যেখানে তাঁর চরিত্রকে ঘিরে দর্শকের আগ্রহ কম নয়। ক্যারিয়ারের এই ব্যস্ত সময়েও অভিনেত্রী নিজের ব্যক্তিগত সময়কে গুরুত্ব দেন, আর সেখানেই এখন নয়া আলোচনার সূত্রপাত।
বেশ কিছুদিন ধরেই দিতিপ্রিয়াকে নিয়ে টলিপাড়ায় চলছে নানা আলোচনা। বিশেষ করে জিতু কমলের সঙ্গে তাঁর মতবিরোধের খবরে আরও শিরোনামে উঠে এসেছিলেন তিনি। তবে এবার শোরগোল অন্য কারণে— অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে নাকি এসেছে নতুন কাউকে। যদিও তিনি প্রকাশ্যে কিছু বলেননি, তবুও ইঙ্গিতের ভাষা বেশ স্পষ্ট।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দিতিপ্রিয়াকে জিজ্ঞাসা করা হলে মন খারাপের সময় তিনি কী করেন, উত্তর দিতে গিয়ে অভিনেত্রী জানান— তিনি ছবি আঁকেন, সিনেমা দেখেন, বই পড়েন এবং নিজের সারমেয়কে নিয়ে সময় কাটান। পাশাপাশি তিনি জানান, মন খারাপ হলে গঙ্গার ঘাটে গিয়ে চুপচাপ বসে থাকেন। এখানেই বাড়ে রহস্য— কারণ অভিনেত্রী স্বীকার করেছেন, তাঁর সঙ্গে এখন এমন একজন রয়েছেন যিনি ঠিক একইভাবে নিভৃতে সময় কাটাতে ভালোবাসেন।
আরও পড়ুনঃ ‘মেডিকেল সাইন্স ঘরের কোনায় কাঁদছে এই ব্রত দেখে’, ‘এমন ব্রত সিরিয়ালেই হয়, যতসব আজগুবি কথাবাত্রা!’ ‘কুসুম’এ চিকিৎসায় নয়, এবার মা-স্ত্রীর অদ্ভুত ব্রতের জোরেই সুস্থ হবে আয়ুষ্মান! সমাজ মাধ্যমে এই বিতর্কিত দৃশ্য নিয়ে উঠেছে ব্যঙ্গ-বিদ্রুপের ঝড়!
যদিও দিতিপ্রিয়া নাম প্রকাশ করেননি, তবুও সূত্রের দাবি— তিনি চেন্নাই এফসির গোলকিপার শমীক-এর সঙ্গে সম্পর্কে আছেন। শিলিগুড়ির ছেলে শমীক বর্তমানে ২০২৭ পর্যন্ত চেন্নাইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ। শুধু তাই নয়, দিতিপ্রিয়ার পরিবারও জানেন এই সম্পর্কের কথা। তবে এখনই বিয়ের পরিকল্পনা নেই, দু’জনেই নিজের কেরিয়ারে ফোকাস করতে চান।
