বাঙালির রান্নাঘর মানেই সুদীপা চট্টোপাধ্যায়। একটা সময় ছিল যখন সকাল হলেই জি বাংলার পর্দা খুলে দর্শকরা বসে পড়ত নতুন নতুন রান্নার স্বাদ পেতে। দীর্ঘ বেশ কিছু বছর ধরে ব্যাটিং সামলেছেন সুদীপা। তৈরি করেছেন নিজের নামের একটা ব্র্যান্ড। এখন দর্শক জি বাংলা রান্নাঘরের থেকেও বেশি বলে থাকে সুদীপার রান্নাঘর।
কিন্তু সেসব এখন অতীত। হ্যাঁ, অতীত কারণ এবার সরে যাচ্ছে সেই মুখ। সরে যাচ্ছে বলা ভুল রীতিমতো সরিয়ে দেওয়া হয়েছে সুদীপাকে। কিছুদিন আগে পাঁচ হাজার পর্ব সেলিব্রেশন করা হলো।
দীর্ঘ ১৭ বছর ধরে রান্নাঘরের সঞ্চালনার দায়িত্ব সামলে এসেছেন সুদীপা। তবে মাঝে দু বছরের জন্য সেই দায়িত্ব ছেড়েছিলেন তিনি। তারপর আবার ফিরে এসেছিলেন স্বমহিমায়। কিন্তু সাম্প্রতিক কালে বারে বারে নেতিবাচক বক্তব্যের কারণে বহু কটাক্ষের মুখে পড়েছেন এই জনপ্রিয় টেলিভিশন নায়িকা এবং সঞ্চালিকা। নিজের এক বক্তব্যের কারণে বরাবর দর্শকদের মাঝে খারাপ আলোচনায় থেকেছেন তিনি।
আর এখন তিনি কিছু পোস্ট করলেই তাতে হাজার হাজার কমেন্ট যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মানুষ তাকে মানা করছে বেশি অহংকার, বাড়াবাড়ি করতে। তার প্রশংসদের তুলনায় এখন তার নিন্দুকদের সংখ্যা বেড়ে গেছে অনেকটাই। আর ডেলিভারি বয়দের নিয়ে নায়িকার করা একটি পোস্টের পর থেকেই সোশ্যাল মিডিয়াতে রীতিমত বয়কট সুদীপা বলে ট্রেন্ড উঠেছিল।
ঠিক তার পরেই প্রমাদ গুনতে শুরু করেছিল জি বাংলা কর্তৃপক্ষ। এর প্রভাব কোনভাবে যাতে না পড়ে রান্নাঘরের উপর। তাই সেই চেষ্টা করতেই কি, এবার তাকে সরিয়ে আনা হলো এক জনপ্রিয় নায়িকাকে?
প্রসঙ্গত এই মুহূর্তে নতুন সঞ্চালিকা হয়েছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়। ইতিমধ্যেই বেশ কয়েকটি পর্বে দেখা গিয়েছে নায়িকাকে। ফলে এটা দেখে দর্শকদের মনে একটা প্রশ্ন জেগেছে তাহলে কি চিরকালের মতো বাদ পড়লেন রান্নাঘরের রানী? এই নিয়ে অনেকেই আলোচনা করে বলছে অতিরিক্ত দম্ভ অহংকারের জেরে এই পরিণতি হল নায়িকার।
যদিও সঞ্চালিকা বদল নিয়ে সেভাবে কোন ঘোষণা করেনি জি বাংলা। কিন্তু পুজোর পর নিজের অসুস্থতার কথা নিজেই জানিয়েছিলেন সুদীপা। সেই কারণেই হয়তো শ্রীপর্ণাকে আনা হয়। তাহলে কি আবার অসুস্থ হয়ে পড়েছেন সুদীপা? এদিকে ফেসবুকে তাকে প্রতিদিন নিজের শাড়ির লাইভ করতে দেখা যাচ্ছে। ফলে নতুন জল্পনা ধামাচাপা দেওয়া যাচ্ছে না কোনমতে।