জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে! শিগগিরই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন অভিনেতা জীতু কমল! শুরু শুটিং ফ্লোরে ফেরার প্রস্তুতি

বুধবার শুটিং সেটেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় অভিনেতা জীতু কমল। বুকে তীব্র ব্যথা এবং জ্বর নিয়ে তড়িঘড়ি তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও বর্তমানে অনেকটাই সুস্থ তিনি। জ্বর এখনও পুরোপুরি না কমলেও, চিকিৎসকদের মতে জীতুর শারীরিক উন্নতি যথেষ্ট আশাব্যঞ্জক।

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, দু’এক দিনের মধ্যেই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরাই। আপাতত তাঁদের পরামর্শ মেনে চলছেন জীতু। হাসপাতালের বেডেই বিশ্রামে থাকলেও, কাজের প্রতি টান যেন এক মুহূর্তের জন্যও কমেনি তাঁর। ঘনিষ্ঠদের কথায়, শুটিং সেটে ফেরার জন্য ইতিমধ্যেই দিন গুনছেন অভিনেতা।

তবে জীতুর অনুপস্থিতিতে তাঁর চলতি ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর টিম পড়েছে বিপাকে। বর্তমানে চলছে আর্য ও অপর্ণার বিয়ের গুরুত্বপূর্ণ ট্র্যাক, যেখানে জীতুর চরিত্রটি কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। তাই অভিনেতাকে ছাড়া শুটিং চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। টিমের সকলে আশা করছেন, খুব শীঘ্রই তিনি আবার সেটে ফিরবেন এবং পুরনো উদ্যমে কাজ শুরু করবেন।

এরই মধ্যে হাসপাতালের বেডে শুয়ে নিজের কাজ নিয়ে মনখারাপের কথা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন জীতু। আবেগঘন সেই পোস্টে তিনি লেখেন, “এই সময় দাঁড়িয়ে আমি যে কাজ দুটো করছি, সেগুলো আমি ভীষণ উপভোগ করছি। কাজের মোহে খাওয়া-ঘুম ভুলে গিয়েছিলাম, সেটাই আমার ভুল। আমার প্রযোজক ‘এসভিএফ’ এবং ‘সাই ভিগনেশ ফিল্মস’-এর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার জন্য তাঁদের কাজে খানিক বিরতি ঘটেছে।”

অভিনেতার এই সততা এবং কাজের প্রতি ভালোবাসা তাঁর ভক্তদের আরও একবার মুগ্ধ করেছে। চিকিৎসকের অনুমতি পেলেই শুটিং ফ্লোরে ফিরবেন জীতু— এমনটাই আশাবাদী তাঁর সহকর্মী ও অনুরাগীরা। এখন সবার প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে যেন তিনি আবারও পর্দায় ফিরতে পারেন সেই আগের জোশ নিয়ে।

Piya Chanda

                 

You cannot copy content of this page