জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“পুরুষ আর মেয়েদের শারীরিক গঠন দেখেও কেউ ধরতে পারল না?” “চোখ দেখেই বোঝা যাচ্ছে, মেয়েকে ছেলে বানানোর দরকার কী ছিল?”— পাঞ্জাবী সেজে নিশার গয়না ডাকাতি ঘিরে বিদ্রুপের ঝড়! ‘জোয়ার ভাঁটা’র দর্শকরা বলছেন, এবার সত্যিই ধারাবাহিকতার সীমা পেরিয়েছে কল্পনা!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’র (Jowar Bhanta) বর্তমান পর্বে দেখা যাচ্ছে, বাবার মৃত্যুর পরিশোধ নিতে আসানসোল থেকে কলকাতায় এসে উজি আর নিশা ছদ্মবেশে রয়েছে। সঞ্চিত অর্থ আর ক্ষমতা কাজে লাগিয়ে নিশা একের পর এক মিথ্যেকে সত্যি করে তুলছে। এখন সবার কাছে তারা দুই বোন জ্যোতি আর বিভা, যারা অনেক বড় ব্যবসায়ী এবং দিল্লিতে সপরিবারে থাকে।

তাদের এইসব মিথ্যেকে সত্যি মনে করে নেয়, নায়ক ঋষির বাড়ির লোকেরা। যদিও শুরুতে কেউ কেউ সন্দেহ করে, কিন্তু কোনও প্রমাণ খুঁজে পায় না। নিশা তার বোন উজির সঙ্গে ঋষির বিয়ে দিতে চায়। বিয়ের দিন সবাইকে ঘুম পাড়িয়ে সবকিছু লুট করে পালাবে আর এভাবেই বাবার প্রতিশোধ নিতে পারবে তারা। কিন্তু বিয়ের দিনই নিশা জানতে পারে, ঋষিদের থেকে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী ১২ কোটি টাকার গয়না কিনছেন, তার মেয়ের বিয়ের জন্য।

Jowar Bhanta, Shruti Das, Aratrika Maity, Abhishek Veer Sharma, Uji, Nisha, Rishi, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Jowar Bhata Today Episode, Jowar Bhanta New Episode, জোয়ার ভাঁটা, শ্রুতি দাস, আরাত্রিকা মাইতি, অভিষেক বীর শর্মা, উজি, নিশা, ঋষি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, জোয়ার ভাঁটা নতুন পর্ব, জোয়ার ভাঁটা আজকের পর্ব

ঋষিদের একেবারে পথে বসাবে ঠিক করে সে। আর সেই মতো সন্ধে নামতেই গয়নার গোডাউনে ডাকাতি ফন্দী করে নিশা। একদিকে বিয়ের মণ্ডপে উজি, দিদির ফিরে আসার অপেক্ষা করতে থাকে। দিদি না আসলে যে ঋষির সঙ্গে সত্যি সত্যিই বিয়ে হয়ে যাবে! অন্যদিকে নিরাপত্তারক্ষ্মী পোশাক পড়ে, কয়েকজন চেনা লোকেদের সঙ্গে নিয়ে নিশা আক্রমণ করে গয়না সব লুট করে নেয় আর কেউ তাকে চিনতেই পারে না!

নিশার পরনে নীল রঙের নিরাপত্তা রক্ষীদের পোশাক আর মাথায় কালো পাগড়ি, গালে গোঁফ-দাড়ি। তবুও মহিলা শরীর তো! এখানেই দর্শকদের ঘোর আপত্তি। অনেকেই সমাজ মাধ্যমে সমালোচনা করছেন এই নিয়ে। একজন বলছেন, “ব্যাটা ছেলে আর মেয়েদের শারীরিক গঠন দেখে কেউ ধরতে পারছে না? শুধু দাড়ি গোঁফ পড়লেই ব্যাস!” অন্যজন বলছেন, “চোখ দেখেই তো বোঝা যাচ্ছে, তার ওপর যে গলায় কথা বলছে সেটা মোটেও ছেলেদের মতো নয়!”

কেউ প্রশ্ন তুলছেন, “ছেলে বানানোর কী দরকার ছিল? মেয়ে বানালেও পারত!” আবার অধিকাংশ মানুষই বলছেন, “ধারাবাহিকটাকে বাস্তবের সঙ্গে মিলিয়ে দিলে হবে না। সব জায়গায় যুক্তি খুঁজতে গেলে সমস্যা আছে। বিনোদনটাকে বিনোদনের মতোই নেওয়া উচিৎ।” অবশ্য সম্প্রতি পর্বে ঋষির দিদি কিছুটা হলেও ছদ্মবেশে নিশাকে চিনতে পেরেছে, তবে ধরতে পারেনি। আগামীতে নিশা ধরা পড়ে কিনা, সেটা সময়ই বলবে। তবে, আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু!

Piya Chanda