জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

কাঞ্চনের ধামাল! বহু বছর পর ছোটপর্দায় দর্শকদের মন মাতাতে ফিরছেন কাঞ্চন মল্লিক! রাজ-শুভশ্রীর ধারাবাহিকে বিরাট চমক

দীর্ঘ বিরতির পর আবার ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক। এতদিন তাঁকে মূলত সিনেমাতেই দেখা গিয়েছিল। মাঝে ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকের একটি বিশেষ পর্বে অল্প সময়ের জন্য উপস্থিত হয়েছিলেন তিনি। এবার খবর, সেই ধারাবাহিকেই নাকি নতুন গল্পের অংশ হিসেবে স্থায়ীভাবে ফিরছেন কাঞ্চন।

ধারাবাহিকের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘গৃহপ্রবেশ’-এ নতুন একটি অধ্যায় শুরু হয়েছে। সেখানে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে কাঞ্চনকে। শনিবার থেকেই শুরু হয়েছে তাঁর শুটিং। যদিও চ্যানেল বা প্রযোজনা সংস্থা এখনই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, তবে সেটে ইতিমধ্যেই তাঁর উপস্থিতি নিয়ে উচ্ছ্বসিত পুরো টিম।

‘গৃহপ্রবেশ’-এর প্রযোজক রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দু’জনই কাঞ্চনের খুব ঘনিষ্ঠ বন্ধু। তাঁদের সঙ্গে কাঞ্চনের বন্ধুত্ব অনেক দিনের। তাই অনেকেই বলছেন, রাজের প্রযোজিত ধারাবাহিকে কাঞ্চনের ফেরাটা একদম স্বাভাবিক। এই সহযোগিতায় আবারও এক মজার ও উষ্ণ পরিবেশ তৈরি হয়েছে টলিপাড়ায়।

সম্প্রতি কাঞ্চন শেষ করেছেন তাঁর নতুন ছবি ‘প্রজাপতি ২’-এর শুটিং। সিনেমার পাশাপাশি এবার টেলিভিশনেও ফিরছেন তিনি। ব্যস্ততার মাঝেও তিনি মেয়ের সঙ্গে সময় কাটাতে ভোলেন না। কৃষভি, তাঁর মেয়ে, বাবার মতোই দেখতে—এই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও অনেক আলোচনা হয়।

দর্শকরা এখন অপেক্ষা করছেন, ছোটপর্দায় কাঞ্চনকে নতুন ভূমিকায় দেখার জন্য। মজার, প্রাণবন্ত ও বাস্তবের কাছাকাছি অভিনয়ই তাঁর শক্তি। তাই ‘গৃহপ্রবেশ’-এ তাঁর ফিরে আসা নিঃসন্দেহে দর্শকদের জন্য বড় চমক হতে চলেছে।

Piya Chanda