জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

একদিকে বোনের বিয়ে, অন্যদিকে কোটি টাকার লুট করতে নিশার প্ল্যান ঘিরে নতুন ঝড়! উজির দুশ্চিন্তা বাড়ছে, তবে কি ঋষির সঙ্গে এই মিথ্যে সম্পর্কে আজীবনের মতো জড়িয়ে পড়বে সে?— ‘জোয়ার ভাঁটা’য় আজকের টানটান পর্ব!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’র (Jowar Bhanta) আজকের পর্বের শুরুতেই দেখা যায়, নিশা স্পষ্ট জানিয়ে দেয় সে আর বিয়ে দেবে না বোনের। এই কথা শুনে অত্যন্ত ভেঙে পড়ে ঋষি, উজি হতবাক হয়ে যায় ভেবে যে দিদি এটা কেন করছে। সবাই অনেক অনুরোধ করতে থাকে নিশাকে যেন বিয়েটা না ভাঙে।

ঋষির মা বলেন, সব আত্মীয় পরিজনরা জেনে গেছে ঋষির বিয়ের কথা। তারা সকাল হলেই এসে পড়বে, তারপর যদি জানতে পারে যে বিয়েটা হচ্ছে না, আর সন্মান থাকবে না। ঋষির বাবা হাত জোড় করে অনুরোধ করেও কোনও লাভ হয় না। শেষে ঋষির কাকাকে বলা হয় নিশাদের কাছে ক্ষমা চাইতে।

Zee Bangla Serial Jowar Bhanta Today Episode 01 Nov

তিনি প্রথমে রাজি না থাকলেও, পরিস্থিতির গুরুত্ব বুঝে ক্ষমা চাইতে বাধ্য হন। নিশা জানায়, তার বাবা নেশা করেন না জেনেও এটা করা উচিৎ হয়নি। পরিস্থিতি কিছুটা ঠিক হওয়ার পর, ঋষির মা-বাবা বাড়ির বাকিদের সাবধান করে দেয় যেন এরপর আর কেউ নিশাদের কোনও অপমান না করে। পরদিন মেহেন্দির অনুষ্ঠানে সবাই খুব আনন্দ করতে থাকে।

ঋষির বোন কেয়াকে বলা হয় উজিকে ডেকে আনতে। সে ডাকতে গিয়ে পিসেমশাইয়ের সঙ্গে ধাক্কা লাগতেই, অস্বস্তিকর একটা আচরণ করে চলে যায়। এটা তার মাসীর মনে সন্দেহ জাগে, কেন কেয়া সব সময় এমন করে আর পিসেমশাইও ঠিক করেন কেয়া সবাইকে কিছু একটা জানানোর আগে, ওর মুখ বন্ধ করতে হবে। এরপর উজি এলে মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়।

ওইদিকে নিশা জানতে পারে যে ঋষির দিদির গয়নার দোকান দিয়ে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর বাড়ির বিয়েতে ১২ কোটি টাকার গয়না যাচ্ছে। ভানুকে গিয়ে নিশা বলে, ওই গয়নার লুট করার প্ল্যান করতে হবে। ভানু সাবধান করে দেয়, উজির বিয়ে এদিকে আর ওদিকে গয়না চুরি করাটা অনেক সাহসিকতার কাজ হয়ে যেতে পারে। কিন্তু নিশা ছেড়ে দেওয়ার লোক নয়!

Piya Chanda