ঘড়ির কাঁটা ঠিক ১২টায় ছুঁতেই স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন ‘আদৃত রায়’ (Adrit Roy)। বরাবরের মতোই নিজের রকস্টার স্টাইলে শুভেচ্ছা জানান ‘কৌশাম্বি চক্রবর্তী’কে (Kaushambi Chakraborty)। কেক, মোমবাতি আর প্রিয়জনদের উপস্থিতিতে মধ্যরাতেই জমে উঠল ছোট্ট একটি ঘরোয়া জন্মদিনের (Birthday) উদযাপন। নীল লং গাউনে উজ্জ্বল কৌশাম্বির পাশে আদৃত এবং তাঁদের সদ্য আসা পোষ্য সারমেয়। কেক কাটার মুহূর্তের ছবিও আদৃত নিজেই ভাগ করে নেন সমাজ মাধ্যমে।
প্রসঙ্গত, ২০২৪ সালের শুরুতেই বিয়ে করেছিলেন এই জনপ্রিয় টলি-দম্পতি। বিয়ের পর এক বছরও কাটেনি, এর মধ্যেই নানা উত্থান-পতনের মধ্যে দিয়েই একে-অপরের হাত শক্ত করে ধরে রেখেছেন তাঁরা। ‘মিঠাই’ ধারাবাহিকে কাজ করার সময়েই প্রেমের শুরু। পর্দায় দিদি-ভাইয়ের সম্পর্ক হলেও, বাস্তবে মন দেওয়া-নেওয়া চলেছে চুপিচুপি। বহু ট্রোল, কটাক্ষ পেরিয়ে তারা প্রমাণ করেছেন—ভালোবাসা কোনও রিলেশনের লেবেল দেখে আসে না।
কৌশাম্বির জন্মদিন মানেই যেন আবেগের আরেক নাম তাঁর ভক্তদের আর এখন অদৃতের কাছেও। কারণ বছর ঘুরলেই একটা শূন্যতা তাকে জড়িয়ে ধরে, এবছরও ছিল ঠিক তাই। গত বছর জন্মদিনের মাত্র কয়েক সপ্তাহ আগেই মা-কে হারিয়েছেন অভিনেত্রী। ২৭ জুন মায়ের প্রয়াণের পর এই প্রথমবার কৌশাম্বিকে জন্মদিন পালন করতে হয়েছিল তাঁর ছায়া ছাড়া। শূন্যতার মধ্যে থেকেও আদৃতের ভালোবাসা আর পাশে থাকার প্রতিশ্রুতিই যেন তাঁকে কিছুটা শক্তি জুগিয়েছে।
জন্মদিনে হাসি ছিল ঠিকই, কিন্তু চোখের কোণে লুকনো ছিল একরাশ না বলা কথা। তবে নিজের মতো করেই এই শোককে বদলে দেন আশীর্বাদে। গত বছরের মতো এবছরও কৌশাম্বির জন্মদিনের বিকেল কেটেছে বৃদ্ধাশ্রমে। প্রবীণদের সঙ্গে কেক কাটা, কথা বলা আর কিছু উপহার দিয়ে তাঁদের মুখে হাসি ফোটান তিনি। যেন সেখানেই তাঁর মায়ের ছায়া খুঁজে পান। নিজের হাতে জন্মদিনের এই মুহূর্তের ছবি পোস্ট করে জানান—এটাই তাঁর জন্মদিনের সেরা প্রাপ্তি।
আরও পড়ুনঃ শনিবার শুধু নিরামিষ খেলেই হবে না! শনিদেবকে তুষ্ট রাখতে কি পরামর্শ দিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়?
কৌশাম্বির অভিনয়জীবন যেমন প্রাপ্তিতে ভরা, ব্যক্তিগত জীবনেও তেমনি আবেগের টানাপোড়েন বিদ্যমান। বর্তমানে ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে মোহনার চরিত্রে তিনি যেমন দর্শকদের নজর কেড়েছেন, তেমনই বাস্তব জীবনেও নিজের চরিত্রের মতোই দৃঢ় আর সংবেদনশীল হয়ে উঠেছেন। জন্মদিনের দিনটা তাই শুধুই রঙিন পোশাক আর কেক কাটা নয়—সেটা হয়ে উঠেছে কিছু অনুভব, কিছু স্মৃতি আর অনেকটা ভালোবাসার গল্প।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।