মঞ্চ থেকে অভিনয়ের শুরু, তার পরে ওটিটি, এই পথেই ধীরে ধীরে পরিচিতি পেয়েছেন কৌশানি মুখোপাধ্যায়। ‘কালরাত্রি’ ও ‘ডাইনি’ সিরিজ়ে কাজ করে দর্শকের নজর কেড়েছেন তিনি। তবে টলিপাড়ায় তাঁর নাম নিয়ে এক ধরনের বিভ্রান্তি আছে। একই নাম ও পদবি আর এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে মিলে যাওয়ায়, কাজ পেতে কোনও সমস্যা হয়েছে কি না – এই প্রশ্ন উঠছেই।
বলিউডে কাজ শুরু করার সময় নাম বদলেছিলেন কিয়ারা আডবাণী। আলিয়া ভট্টের সঙ্গে নাম মিলে যাওয়ায় তাঁকে এমন পরামর্শ দেওয়া হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে অনেকেই জানতে চান, কৌশানিকেও কি নাম বদলাতে বলা হয়েছে? কারণ টলিউডে আগে থেকেই পরিচিত আর এক কৌশানি মুখোপাধ্যায় রয়েছেন, যিনি ‘বহুরূপী’ ছবির জন্য পরিচিত।
এই বিষয়ে কৌশানির বক্তব্য একেবারেই স্পষ্ট। তাঁর কথায়, বাবা মায়ের দেওয়া নাম তিনি ভীষণ ভালবাসেন। কাজের জায়গায় আজ পর্যন্ত কেউ তাঁকে নাম বদলানোর কথা বলেননি। নিজের মনেও এমন ভাবনা কখনও আসেনি। বন্ধুবান্ধবদের মধ্যে মাঝেমধ্যে বিভ্রান্তি তৈরি হলেও, কাজ পাওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধা হয়নি বলেই জানালেন অভিনেত্রী।
নাম বিভ্রান্তির মজার অভিজ্ঞতাও রয়েছে তাঁর ঝুলিতে। বহু মানুষ অন্য কৌশানির জন্মদিন ভেবে তাঁকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। তখন তিনি জানিয়ে দিয়েছেন, তিনি আলাদা কৌশানি। এই ধরনের ভুল বোঝাবুঝি হলেও তাতে তিনি একেবারেই বিচলিত নন। তাঁর মতে, এতে কাজের উপর কোনও নেতিবাচক প্রভাব পড়েনি।
আরও পড়ুনঃ সুখবর, অপেক্ষার অবসান! দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় প্রত্যাবর্তন সব্যসাচী চৌধুরীর, জুটি বাঁধবেন মানালি দে’র সঙ্গে! বাড়ছে কৌতূহল, এবারও গল্প পৌরাণিক, নাকি আদ্যপ্রান্ত প্রেমের? আসছে কোন ধারাবাহিক?
সমাজমাধ্যমে নিজের নামের সঙ্গে ডাকনাম ‘জ়ানজিন’ ব্যবহার করেন কৌশানি। অনেকে ভাবেন, বিভ্রান্তি কাটাতেই এই নাম যোগ করা। অভিনেত্রী জানান, ক্যামেরার সামনে আসার অনেক আগেই এই ডাকনাম ব্যবহার করতেন তিনি। ‘ডাইনি’ সিরিজ়ের ক্রেডিটে শুধু একবার ব্যবহার হয়েছিল। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর সিরিজ় কালরাত্রি ২, পাশাপাশি নিকষছায়া ২-তেও দেখা গেছে তাঁকে।
