জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সুখবর, অপেক্ষার অবসান! দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় প্রত্যাবর্তন সব্যসাচী চৌধুরীর, জুটি বাঁধবেন মানালি দে’র সঙ্গে! বাড়ছে কৌতূহল, এবারও গল্প পৌরাণিক, নাকি আদ্যপ্রান্ত প্রেমের? আসছে কোন ধারাবাহিক?

বাংলা টেলিভিশনে (Bengali Television) আজকাল নতুন ধারাবাহিক, গল্প এবং মুখের আগমন-প্রস্থান সবই যেন এক অন্য রকম রোমাঞ্চে ভরা। সম্প্রতি ক্যামেলিয়া (Camelia) প্রোডাকশন হাউজ তাদের নতুন ধারাবাহিকের ঘোষণা করেছে, যেখানে বড়পর্দা এবং টিভিতে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করা দু’জন শিল্পীকে একসাথে জুটি বাঁধতে দেখা যাবে। আর এই খবরটা শোনার পর থেকেই অনেকে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, কোন গল্প এবং কারা থাকছেন মুখ্য চরিত্র?

প্রসঙ্গত, অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) নিজের অভিনয় জীবনে আজ পর্যন্ত বহু ধারাবাহিকে দর্শকের হৃদয়ে একটি উজ্জ্বল জায়গা করে নিয়েছেন। তাঁর শেষে ধারাবাহিক ‘সাধক রামপ্রসাদ’এ তাঁর অভিনয় এমনভাবে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছিল যে অনেকে এখনও তাঁকে সেই চরিত্রটির জন্যই মনে রেখেছেন। এছাড়াও তার অস্তিত্বের সঙ্গেই যেন জড়িয়ে গেছে, ‘সাধক বামাক্ষ্যাপা’র চরিত্রটিও! তিনি ধারাবাহিকে নিখুঁত আবেগ এবং চরিত্রের প্রতি নিষ্ঠা দিয়ে যে শক্তিশালী প্রভাব তৈরি করেন, সেটাই এতদিন মিস করছিলেন দর্শকরা।

তবে এবার সুখবর, আসন্নই ধারাবাহিকের মুখ্য চরিত্রে থাকতে চলেছেন তিনি! এই গল্প আগেও পৌরাণিক হবে কিনা নিয়ে সন্দেহ থাকলেও, তাঁর অংশগ্রহণই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, অভিনেত্রী ‘মানালি দে’ (Manali Dey) বাংলা টেলিভিশনের অন্যতম প্রিয় মুখ। তিনি বিভিন্ন ধারাবাহিকে নানান ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রিয় প্রায় এক দশকেরও বেশি ধরে। সেই ‘বউ কথা কও’ থেকে ‘কার কাছে কই মনের কথা’র মতো ধারাবাহিকে তাঁর উপস্থিতি দর্শকদের বিশেষ পছন্দের।

আর সব্যসাচীর সঙ্গে নতুন ধারাবাহিকে সম্ভাব্য নায়িকা হিসেবে দেখা যেতে পারে মানালিকেই! গত বছর মাত্র তিন মাসেই ‘দুগ্গামনি ও বাঘ মামা’ ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর, নতুন গল্পে ফের তাঁর উপস্থিতি অনেকের উত্তেজনা বাড়িয়েছে। যদিও, এই নতুন ধারাবাহিকের ঘোষণা আনুষ্ঠানিকভাবে আসেনি। তবে টেলিপাড়ায় জোর চর্চা, খুব তাড়াতাড়ি স্টার জলসার পর্দায় আসতে চলেছে ধারাবাহিকটি। ধারাবাহিকটি শুধু দুজন স্বীকৃত অভিনেতার যোগের জন্যই নয়, বরং গল্প মধ্যে থেকে এমন একটি বাস্তব অনুভূতির প্রত্যাশায় ভরপুর।

বাংলা ধারাবাহিক জগতে গল্পে এবং চরিত্রে যে আন্তরিকতা বা গভীরতা চাওয়া হয়, সেটাকে ধরে রাখতে প্রযোজক-দল এখন অনেক বেশি মনোযোগী। যাতে দর্শকেরা নিজেদের জীবনের কিছুকিছু প্রতিফলন খুঁজে পান প্রতিটি পর্বে। সব্যসাচী এবং মানালির মত অভিজ্ঞ অভিনেতারা নতুন ধারাবাহিক মানেই দর্শক স্বভাবতই অপেক্ষা করেন কেমন গল্প এবং কেমন সামাজিক বা মানসিক বার্তা উঠে আসবে পর্দায়। সম্ভাবনা যদি সত্যি হয়, তাহলে নিঃসন্দেহে ধারাবাহিকটি হতে চলেছে স্মরণীয়!

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page