জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘ছবি তো আমি পরেও করতে পারব, কিন্তু ওদের বড় হওয়ার এই সময়টা তো আর ফিরবে না’— মাতৃত্ব নিয়ে আবেগঘন স্বীকারোক্তি কোয়েল মল্লিকের!

রুপোলি পর্দার ঝলকানি, চাহিদা, শুটিংয়ের ব্যস্ততা— এই সব কিছুর মধ্যেই কোথাও গিয়ে হারিয়ে যায় তারকাদের ব্যক্তিগত সময়। বিশেষত, একজন অভিনেত্রীর জীবনে সন্তান ও সংসারের দায়িত্বের সঙ্গে তাল মিলিয়ে কেরিয়ার ধরে রাখা সত্যিই চ্যালেঞ্জের। কিন্তু সেই চ্যালেঞ্জকেই সসম্মানে গ্রহণ করেছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।

বর্তমানে কোয়েলের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়, তিনি একজন মা। একাধারে সফল অভিনেত্রী, স্ত্রী এবং মা হিসেবে নিজেকে মেলে ধরেছেন তিনি। কেরিয়ারে একাধিক হিট ছবির নায়িকা হয়েও এখন কোয়েল কাজের সংখ্যায় অনেকটাই রাশ টেনেছেন। কারণ একটাই— ছেলেকে বড় হতে দেখা, ওর প্রতিটি মুহূর্তের সঙ্গে থাকা। অভিনেত্রী স্পষ্ট জানালেন, ‘ছবি তো আমি পরেও করতে পারব। কিন্তু ওদের বড় হওয়ার এই সময়টা চলে গেলে তো আর ফিরে আসবে না।’

কোয়েল চান না, তাঁর সন্তান কবীর সারা দিন বাড়িতে একা সময় কাটাক। কাজের প্রয়োজনে বাইরে যেতে হলেও তিনি আগে ছেলের জন্য একটি পূর্ণাঙ্গ রুটিন তৈরি করে তবে শুটিং ফ্লোরে পা রাখেন। সিসিটিভির মাধ্যমে ছেলের গতিবিধি নজরে রাখেন তিনি। কখন স্কুলে যাচ্ছে, ঠিকমতো ফিরছে কি না, কী খাচ্ছে— প্রতিটি বিষয়ের উপর কোয়েলের কড়া নজর থাকে।

অভিনেত্রীর কথায়, ‘সিসিটিভিতে যখন দেখি ও একা একা ঘরে বসে আছে, তখন খুব কষ্ট হয়।’ এক জন অভিনেত্রীর ব্যস্ত জীবনেও মা হিসেবে এই আবেগ অত্যন্ত স্বাভাবিক। আর এই কারণেই শুটিংয়ের পর ছেলের সঙ্গে সময় কাটানোই এখন কোয়েলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তবে একেবারে কাজ থেকে নিজেকে সরিয়ে নেননি কোয়েল। বেছে নিচ্ছেন সেই ধরনের প্রজেক্ট যা তাঁর সময় ও সন্তানের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নিজের কেরিয়ারে থেমে না গিয়ে মা হিসেবে প্রতিটি দায়িত্ব তিনি পালন করছেন মন দিয়ে। অভিনেত্রীর কথায়, জীবনের প্রতিটি পর্যায় তিনি উপভোগ করেছেন— তা সে অভিনয় হোক কিংবা মাতৃত্ব।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page