নতুন করে আলোচনায় দেব-শুভশ্রীর (Dev-Shubhashree) বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ (Dhumketu), যা আগামী ১৪ অগস্ট মুক্তি পেতে চলেছে। এক সময় টলিউডের সবচেয়ে চর্চিত জুটিগুলির মধ্যে একটি ছিলেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই পুরনো স্মৃতি আবার ফিরে আসছে বড় পর্দায়। তবে ছবির প্রচারপর্বে এখনও পর্যন্ত তাঁদের একসঙ্গে দেখা যায়নি। বরং তাঁরা আলাদা আলাদা ভাবেই ছবির প্রচারে অংশ নিচ্ছেন। এই দূরত্ব নজরে পড়ছে সকলেরই, বিশেষ করে যাঁরা এক সময় দেব-শুভশ্রীর রসায়নে মুগ্ধ ছিলেন।
সাম্প্রতিক কালে দেবের ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলের শেষ নেই। রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) সঙ্গে তাঁর সম্পর্ক টলিউডে কারও অজানা নয়। যদিও গত এক মাসে তাঁদের একসঙ্গে দেখা যায়নি, দেব ছিলেন পরিবারের সঙ্গে বিদেশ সফরে। ফিরে এসেই তিনি ‘ধূমকেতু’র প্রচারে ব্যস্ত হয়ে পড়েন। এই ব্যস্ততার মধ্যেই খুঁটিপুজোর অনুষ্ঠানে প্রথমবার ক্যামেরার সামনে ধরা দিলেন দেব-রুক্মিণী, রুক্মিণী বরাবরই দেবের পাশে থেকেছেন ব্যক্তিগত ও পেশাগত যাত্রায়।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নে উঠে এল ‘ধূমকেতু’ ও দেব-শুভশ্রী জুটি প্রসঙ্গ। অনেকেই ভেবেছিলেন, রুক্মিণী হয়তো এই বিষয়ে মন্তব্য করতে অনীহা দেখাবেন। কিন্তু রীতিমতো প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি। রুক্মিণীর কথায়, “আমি খুব কাছ থেকে দেখেছি কতটা ভালোবাসা আর পরিশ্রম মিশে আছে ‘ধূমকেতু’র সঙ্গে। দেব প্রায় প্রতিদিন এই ছবিটা মুক্তি পাবে কিনা, সেটা নিয়ে চিন্তা করত। আজ এটা আর শুধুই একটা ছবি নয়, ওর জীবনের একটা আবেগ।
যেমন আমাদের কাছে দুর্গাপুজো একটা অনুভব, ঠিক তেমনই এই ছবিটা ওর কাছে।” তিনি আরও যোগ করলেন, “সময়ের অনেক আগেই ওর পুজো চলে এসেছে এ বছর। কারণ, এটা শুধুই কাজ নয়, এটা একরাশ স্মৃতি, একটা অধ্যায়। আমি বুঝি, ওর মনে কতটা কিছু চলেছে এতদিন ধরে, আর আমি সবটা খুব কাছ থেকে অনুভব করেছি।” এই বক্তব্য থেকেই বোঝা যায়, দেবের দীর্ঘ অপেক্ষা এবং পরিশ্রমের সাক্ষী রুক্মিণী।
আরও পড়ুনঃ ‘ছবি তো আমি পরেও করতে পারব, কিন্তু ওদের বড় হওয়ার এই সময়টা তো আর ফিরবে না’— মাতৃত্ব নিয়ে আবেগঘন স্বীকারোক্তি কোয়েল মল্লিকের!
তাঁর কথা থেকেই স্পষ্ট, তিনি ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে দেবের স্বপ্ন সফল হোক, সেটাই চান। এমন ব্যতিক্রমী সমর্থন এবং আন্তরিকতা সম্পর্কের যেন এক নতুন দিক তুলে ধরেছে, যা আজকের দিনে বিরল। তবুও একটা প্রশ্ন রয়েই যাচ্ছে। দেব-শুভশ্রীর সম্পর্কের সমীকরণ যাই হোক না কেন, দীর্ঘ ন’বছর পরে পুরনো জুটিকে আবার কি দেখা যাবে এক মঞ্চে? ‘ধূমকেতু’ মুক্তির দিন যত এগিয়ে আসছে, এই উত্তর পাওয়ার অপেক্ষাও তত বাড়ছে।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।