Connect with us

Tollywood

Manoj Mitra: “কেউ ডাকলেই আবার অভিনয় করবো”! কেমন আছেন টলিউডের হারানো ধন মনোজ মিত্র?

Published

on

manoj mitra

তিনি নিজেই একটা সময়, একটা পিরিয়ড বাংলা সিনেমার দুনিয়ায়। তার লেখা নাটক মঞ্চে দেখেছেন, পর্দায় তার ক্ষুরধার অভিনয় দেখেছেন। তিনি অভিনেতা মনোজ মিত্র।

এবার মনোজ মিত্রর লেখা নাটক শুধু যাওয়া আসা মুক্তি পাচ্ছে বড় পর্দায়। স্টেজে বেশ জনপ্রিয় হয়েছিল এই নাটক। মনু মুখার্জি আর সৌমিত্র চ্যাটার্জী রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। তবে সতীর্থদের হারিয়ে মন খারাপ মনোজের।

1672530417 new project 2023 01 01t051510 665

এই বয়সেও ক্রমাগত লিখে চলেছেন।মনোজ মিত্র। কিন্তু তিনি কি আবার নিজে অভিনয় শুরু করার কথা ভাবছেন? এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুললেন এই বরেণ্য অভিনেতা। জানালেন নাটকে নামার ইচ্ছে রয়েছে আবার। মোটামুটি কবে নাগাদ ভাবনা চলছে তার? উত্তরে নায়ক জানান এই বছরেই হবে সেটা।

এছাড়া একটি বিষয় জানালেন মনোজ যে কোনোদিন কাজ পাওয়ার ব্যাপারে খুব আগ্রহ দেখাননি তিনি। মূলত লেখা প্রিয় তার। আর তাতেই যদি কারুর মনে হয় নিলে লাভ হতে পারে তাহলে তিনি রাজি। তবে এখনও অভিনয় করার ইচ্ছে রয়েছে। কেউ ডাকলে অবশ্যই রাজি তিনি।