Tollywood

Soumitrisha vs Anumegha: বড়দিনে মিষ্টি vs মিঠাই! সৌমীতৃষার ফ্যানের কাছেও জমল না ‘প্রধান’ ট্রেলার, খেল দেখাল ‘কাবুলিওয়ালা’

দর্শক শিশু দিবসেই পেয়েছিলেন তাঁদের সারপ্রাইজ! তাঁদের প্ৰিয় মিঠাইয়ের (Mithai) পর টলিউডে পা রাখতে চলেছিল তাঁর মেয়ে মিষ্টি। তাও আবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বিপরীতে। ১৪ই নভেম্বর প্রকাশ্যে এসেছিল তাঁদের আসন্ন ছবি ‘কাবুলিওয়ালা’ (Kabuliwala)

বাবা এমন একজন মানুষ যিনি বাইরে থেকে যতই রুক্ষ, কঠিন, গম্ভীর হন না কেন মনের গভীরের সমস্ত স্নেহ, ভালবাসা দিয়ে আগলে রাখেন সন্তানকে। তাদের কাছে পৃথিবীর সমস্ত সুখ একদিকে, আর সন্তান স্নেহ একদিকে। বাবাদের ভালবাসার অলিখিত আবেগ আমরা পড়েছি বিভিন্ন লেখকের সৃষ্টিতে। তেমনই রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’।

ছোটবেলার পড়া সেই গল্পের কাবুলিওয়ালার পিতৃসত্তার রুপ গেঁথে গিয়েছে আমাদের সকলের মনে। এবার সেই গল্পকেই ফের পর্দায় ফুটিয়ে তুলতে উদ্যোগী হয়েছেন পরিচালক সুমন ঘোষ। তাই শিশু দিবসের দিন ছোটবেলার সেই স্মৃতি উস্কে দিয়ে প্রকাশ্যে এনেছেন মিঠুন চক্রবর্তী অভিনীত ‘কাবুলিওয়ালা’র পোস্টার।

পাশাপাশি প্রকাশ্যে এসেছে ‘কাবুলিওয়ালা’ অর্থাৎ মিঠুনের লুকও। উসকো-খুসকো দাঁড়ি, মাথায় নীল পাগড়ি, পরনে আফগানি পোশাক ও কাঁধের ঝোলা দেখে বোঝার উপায় নেই, সে রহমত আলী না অন্য অভিনেতা। রহমত আলীর ভুমিকায় অভিনয় করতে দেখা যাবে মিঠুনকে। আর মিনি চরিত্রে রয়েছে বড় চমক।

কাবুলিওয়ালার খুকির মিনি চরিত্রে থাকছেন, মিঠাই ধারাবাহিকের পরিচিত মুখ অনুমেঘা কাহালিকে। পোস্টারে তাঁর পরনে রয়েছে বেগুনিরঙা ফ্রক। চুল বাঁধা গোলাপী ফিতে দিয়ে। মিঠুন চক্রবর্তী ও অনুমেঘা কাহালি ছাড়াও থাকবেন আবীর চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার। মিনির সাদামাটা বাবার চরিত্রে অভিনয় করবেন আবীর। সোহিনীকেও ইতিমধ্যেই দেখা গিয়েছে আটপৌরা শড়িতে বাঙালি বধূর বেশে। এক মনে পাঁচালী পড়ছিলেন তিনি।

বড় পর্দার ব্যোমকেশ বক্সী- সত্যবতী জুটিকে এবার দেখা যাবে মিনি বাবা-মা হিসেবে। আবির ও সোহিনীর একেবারে অন্য ঘরানার রসায়ন উপভোগ করতে পারবেন দর্শকরা। ছবিটি পরিচালনা করছেন সুমন ঘোষ। বড়দিনের দিন মুক্তি পেতে চলেছে এই সিনেমা।

অন্যদিকে, একই দিনে মুক্তি পেতে চলেছে সৌমিতৃষা কুন্ডু ও দেব অভিনীত ‘প্রধান’। দেবের হাত ধরে সিনে দুনিয়ায় অভিষেক ঘটতে চলেছে নায়িকার। প্রকাশ্যে এসেছে দুই সিনেমার প্রোমো। দর্শকদের মতে, প্রধানের চেয়ে কাবুলিওয়ালার ট্রেলারই মনে ধরেছে তাঁদের। এখন শুধু বড়দিনে মুক্তির অপেক্ষা।

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র।