জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Param-Piya: ঘরভাঙানি, প’রকী’য়ার ট্যাগ লেগেছিল! পাত্তা না দিয়ে হানিমুনে পরম-পিয়া! দিলেন বিশেষ মুহূর্তের ছবি

গাঁটছড়া বাঁধার হপ্তাখানেকের মধ্যেই দেশ ছাড়লেন পরম-পিয়া (ParamPiya)। তড়িঘড়ি বিয়ে মিটতেই দম্পতি উড়ে চললেন মধুচন্দ্রিমায়। ট্রোলারদের ‘কেয়ার করিনা’ ছুঁড়েই পরম-পিয়ার বিদেশ ভ্রমণ। সোশ্যাল মিডিয়া -এর পাতায় উঠে এলো ক্রিসমাস ট্রি, হিমশহর, উষ্ণ পানীয়-য় আলতো চুমু। দেখেই বোঝা যায়, মধুচন্দ্রিমায় মন দিয়েছেন নবদম্পতি।

গত ২৭ নভেম্বর চার হাত এক হয়েছে টলি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অনুপম ‘প্রাক্তন’ পিয়া চক্রবর্তীর। আগে কানাঘুষো চললেও অবশেষে পরম-পিয়ার আইনি বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই ঝড় শুরু সোশ্যাল মিডিয়ায়। এই কদিনে সমাজের চোখে কার্যত খলনায়ক হয়ে উঠছেন পরমব্রত। জুটছে ‘বউ চোর’ আখ্যাও। অন্যদিকে সংসার ভাঙার সমবেদনা পেয়েছেন সঙ্গীতশিল্পী অনুপম রায়। যুক্তি পাল্টা যুক্তির মাঝেও মুখ খোলেননি পরম-পিয়া। তাঁদের চুপ থাকা আরও সন্দেহ বাড়িয়েছে নেটিজেনদের। তবে এবার ট্রোলিংকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই হানিমুনে উড়লেন নবদম্পতি।

সম্প্রতি পরম ঘরনী পিয়া নিজের সোশ্যাল মিডিয়া সেজে শেয়ার করেছেন তাঁদের হানিমুনের টুকরো ছবি। ডাবলিনের বিখ্যাত মালাহাইড ক্যাসেলের ছবি শেয়ার করেছেন পিয়া। ছবিতে স্পষ্ট ক্রিসমাস সেলিব্রেশন। রয়েছে সাজানো গোছানো ক্রিসমাস ট্রি। ছবির ক্যাপশনে লেখা, ‘ডাবলিনে ইতিমধ্যেই ক্রিসমাস মরশুম’।

পিয়া চক্রবর্তীর শেয়ার করা ছবি দেখে কারোরই বুঝতে বাকি নেই নবদম্পতির হানিমুন ডেস্টিনেশন ইউরোপের আয়ারল্যান্ড। ইতোমধ্যে ডাবলিনে চুটিয়ে মজা করছেন দুজন। আবার, ইনস্টাগ্রাম স্টোরিতে পিয়াকে দেখা যাচ্ছে, লঙ কোর্ট, মাথায় টুপি, হাতে গ্লাভস। হাতে রাখা উষ্ণ পানীয়-য় ডুবেছে ঠোঁট। স্টোরিতে ছোট্ট করে লেখা ‘হাই ডাবলিন’।

অন্যদিকে, হানিমুন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পরম। তাঁর সোশ্যাল মিডিয়া দেখে ব্যক্তিগত জীবনের আঁচ পাওয়া কঠিন। পিয়ার সঙ্গে মধুচন্দ্রিমার কোনো ছবিই শেয়ার করেননি অভিনেতা। এদিকে, পরম-পিয়ার সোশ্যাল মিডিয়ায় এখন চোখ রেখেছেন সকলেই। হানিমুনে ব্যস্ত নবদম্পতির ‘একসঙ্গে’ ছবি কবে দেখা যাবে? তারই অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।

                 

You cannot copy content of this page