জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘দুর্বল নই, আমি একা একাই যোদ্ধা’, ‘একাকীত্বকে উপভোগ করুন দুর্বলতা হতে দেবেন না!’ পর্ণা বাস্তব জীবনেও যোদ্ধা! পর্দার বাইরেও অনুপ্রেরণার নাম পল্লবী শর্মা!

বাংলা টেলিভিশনের পর্দায় অভিনেত্রী ‘পল্লবী শর্মা’ (Pallavi Sharma) মানেই এক দৃঢ় নারীমূর্তি। ‘কে আপন কে পর’ (Ke Aapon Ke Por) ধারাবাহিকে ‘জবা’র চরিত্র দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন, সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) ‘পর্ণা’ হিসেবেও। অভিনয়ে তার সাবলীলতা, সংলাপ বলার ধরণ আর চরিত্র মিলিয়ে দর্শকদের কাছে তিনি এখন ঘরের মেয়ে। তবে এবার ক্যামেরার আড়ালের এক অন্য পল্লবীকে দেখা গেল সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে।

এই ভিডিও প্রকাশ করেছে জনপ্রিয় মোটিভেশনাল প্ল্যাটফর্ম ‘জোশ টক বাংলা’ (Josh Talks Bangla) । যেখানে বরাবরই দেখা যায় বিভিন্ন শিল্পী বা সমাজের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা মানুষদের জীবনকথা, লড়াই ও স্বপ্নের গল্প। এবার সেখানে পল্লবীর মুখে এবার শোনা গেল তার নিজস্ব জীবনের গল্প। তিনি জীবন কোনও ছক বাঁধা সমাজের নিয়মে নয়, বরং নিজের মন মতো জীবন বেছে নেওয়ার সাহস রেখে বাঁচেন। যেখানে একাকিত্ব দুর্বলতা নয়, বরং আত্মবিশ্বাসের আরেক নাম।

Zee Bangla, Pallavi Sharma, Arkaprovo Roy, New Serial, Age Gap Love Story, Aap Ke Aa Jane Se, Hindi remake, Bengali Television, Love Story, Social Taboo, New On-Screen Pair, জি বাংলা, পল্লবী শর্মা, অর্কপ্রভ রায়, নতুন ধারাবাহিক, অসমবয়সী প্রেম, আপকে আ জানে সে, হিন্দি রিমেক, বাংলা সিরিয়াল, প্রেমের গল্প, সামাজিক কুসংস্কার, নতুন জুটি

পল্লবী এদিন অকপটে বলেন, বহু মানুষ হয়তো তাঁকে দেখে ভাবেন যে এই মেয়েটি বুঝি খুব কষ্টে আছে, হয়তো জীবন তাকে অনেক কিছু থেকে বঞ্চিত করেছে। কিন্তু তিনি চান না কেউ তাকে ‘দুর্বল’ ভাবুক, বরং মানুষের চোখে তিনি হয়ে উঠতে চান একজন যোদ্ধা। পল্লবী নিজের শর্তে বাঁচেন, নিজের শক্তি নিয়ে বাঁচেন। নিজের একাকিত্বকে ভয় নয়, বরং শক্তি বলে মনে করেন পল্লবী!

Actress Pallavi Sharma, Neem Phooler Madhu, Jagaddhatri, Parineeta, Mahamilaner dol, Zee Bangla, Holi Celebration, New Serial, অভিনেত্রী পল্লবী শর্মা, নিম ফুলের মধু, জগদ্ধাত্রী, পরিণীতা, মহামিলনের দোল, জি বাংলা, দোল উদযাপন, নতুন সিরিয়াল

পল্লবী বলেন, “একাই আমি সব করতে পারি— সিনেমা দেখতে যাওয়া হোক বা একা বিদেশ ভ্রমণ, আমি নিজের সঙ্গেই সবথেকে বেশি আনন্দ পাই।” এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপুর্ণ অংশ ছিল, যেখানে পল্লবী সমাজের তথাকথিত ‘সময়মতো বিয়ে’ কিংবা ‘মাতৃত্ব বাধ্যতামূলক’ নিয়ে তাঁর মতামত ভাগ করে নেন। তিনি মনে করেন, মেয়েদের জন্য সমাজ যেসব নিয়ম বেঁধে দেয়, তার বাইরেও একটা জীবন রয়েছে এবং সেই জীবন বেছে নেওয়াটা লড়াই হলেও গর্বের।

সমাজ তাকে মেনে নেবে কি না, সেটা ভাবার প্রয়োজন নেই বলেই তিনি মনে করেন বরং নিজের জীবনের প্রতি দায়বদ্ধ থাকাটাই আসল। শেষে পল্লবীর বার্তা সমস্ত একা মানুষকে, যারা একাকীত্বে ভোগেন, তাদের যেন সমাজের চোখে নিজেকে ‘অসম্পূর্ণ’ মনে না হয়। বরং একা থেকেও যে একজন সম্পূর্ণ জীবন যাপন করতে পারেন, স্বাধীনভাবে হাসতে পারেন, নিজেকে ভালোবাসতে পারেন সেটাই বার বার প্রমাণ করে দিতে হবে। এভাবেই বাস্তব জীবনেও পল্লবী হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার নাম।

Piya Chanda