জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

৯৬ বছর বয়সে অসুস্থ অভিনেতা নির্মল কুমার, হাসপাতালে ভর্তি, কী বললেন কন্যা মিমি?

বাংলা চলচ্চিত্রের এক স্বর্ণযুগের সাক্ষী তিনি। দর্শকদের মন জয় করেছিলেন তাঁর অভিনয়ের ছন্দে। এবার সেই অভিনেতাকেই নিয়ে উদ্বেগ ছড়িয়েছে অনুরাগী মহলে। কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের স্বামী তথা প্রখ্যাত অভিনেতা নির্মল কুমার অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাধীন। তাঁর শরীর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কন্যা মিমি ভট্টাচার্যও। ঠিক কী হয়েছে অভিনেতার? কতটা আশঙ্কাজনক পরিস্থিতি?

চলতি সপ্তাহেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেতা নির্মল কুমার। বয়স এখন ৯৬। বয়সজনিত নানা সমস্যার মধ্যেই এবার তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়ে। জানা যাচ্ছে, পায়ে সংক্রমণের কারণেই তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিন আগে থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নির্মল কুমারের কন্যা মিমি ভট্টাচার্য জানিয়েছেন, “এই বয়সে যেমন মানুষ থাকেন, বাবাও তেমনই আছেন। তবে তাঁর পায়ে সংক্রমণ হয়েছে, তাই ভর্তি করাতে হয়েছে হাসপাতালে। এখনও চিকিৎসা চলছে।” চিকিৎসকেরা নিয়মিত পর্যবেক্ষণে রেখেছেন অভিনেতাকে। যদিও এখনই কোনও আশঙ্কাজনক পরিস্থিতি নেই বলেই জানা যাচ্ছে।

নির্মল কুমারের অসুস্থতা নিয়ে উদ্বেগ থাকলেও, স্ত্রী মাধবী মুখোপাধ্যায়ের শরীর সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানান মিমি। তিনি বলেন, “মা একেবারেই সুস্থ আছেন। তাঁর শুটিং-এর কাজও রয়েছে সামনে।” বর্তমানে মাধবী মুখোপাধ্যায়কে ‘রোশনাই’ ধারাবাহিকে দেখা যাচ্ছে, যেখানে তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন।

একসময় বাংলা চলচ্চিত্রে যাঁদের উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য, সেই নির্মল কুমার ও মাধবী মুখোপাধ্যায়ের স্বাস্থ্যগত খবর স্বাভাবিকভাবেই অনুরাগী মহলে কৌতূহল তৈরি করেছে। সোশ্যাল মিডিয়াতেও অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। পরিবারের পক্ষ থেকেও দর্শকদের শুভেচ্ছা ও উদ্বেগের জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে। এখন চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন নির্মল কুমার, চিকিৎসকেরা আশাবাদী।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page