জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এবার রান্নাঘরে চার বছরের ছোট শেফ ইশান! মায়ের জন্য নিজের হাতে রুটি বানাল ছেলে! ছেলের কীর্তি শেয়ার করে আবেগপ্রবণ নুসরত!

তারকাদের সন্তানদের ঘিরে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। কখনও তাঁদের জন্মদিনের ছবি, কখনও স্কুলে প্রথম যাওয়ার মুহূর্ত—সবকিছুই উঠে আসে খবরে। আর যদি সেই সন্তান হন একজন জনপ্রিয় অভিনেত্রীর, তাহলে তো কথাই নেই। টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী ‘নুসরত জাহান’ (Nusrat Jahan) -এর পুত্রসন্তান ‘ইশান’ও (Yishaan) সেই আলোচিত তালিকারই একজন। জন্মের পর থেকেই তাঁকে নিয়ে কম চর্চা হয়নি।

প্রসঙ্গত, ২০২১ সালে ইশানের জন্মের সময় নুসরত ছিলেন প্রচণ্ড আলোচনার কেন্দ্রে। ব্যক্তিগত সম্পর্ক ও মাতৃত্ব নিয়ে সেই সময় নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইশানকে কেন্দ্র করে সমস্ত বিতর্ক স্তিমিত হয়ে যায়। তবে একথা সত্যি, মা হিসেবে ইশানকে সবসময়েই জনতার নজর থেকে দূরে রাখার চেষ্টা করেছেন নুসরত। মিডিয়ার ঝলমলে আলোয় নয়, বরং ছেলেকে এক সাধারণ, স্বাধীন শৈশব দিতে চেয়েছেন তিনি।

তবে সম্প্রতি নুসরত নিজেই তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন এক দারুণ গর্বের মুহূর্ত। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী শেয়ার করেছেন একটি বিশেষ ছবি—সেখানে দেখা যাচ্ছে দুটি সুন্দর গোল রুটি। আর মজার বিষয় হল, সেই রুটিগুলি বানিয়েছে ছোট্ট ইশান নিজেই! ছবির সঙ্গে নুসরত লিখেছেন, “সবচেয়ে বড় আশীর্বাদ—যখন মায়ের জন্য ছেলে নিজের হাতে রান্না করে।”

এই ক্যাপশনের মধ্যেই যেন লুকিয়ে রয়েছে একজন মায়ের আবেগ, ভালবাসা এবং গর্ব। এইটুকু বয়সে যেখানে বেশিরভাগ শিশুই খেলাধুলোতে ব্যস্ত থাকে, সেখানে চার বছরের ইশানের রান্নার প্রতি আগ্রহ দেখে আপ্লুত নেটিজেনরাও। ইশানের এই প্রথম রান্নার উদ্যোগ নেটদুনিয়ায় ইতিমধ্যেই প্রশংসার ঝড় তুলেছে। মা হিসেবে অভিনেত্রীর প্রশংসাও করেছেন অনেকে।

আরও পড়ুনঃ অপুর প্রশংসায় মুখর আর্য, কিন্তু রাজলক্ষ্মীর মনে ফিরে আসা স্মৃতির তীব্র শঙ্কা! বন্ধ দরজার ওপারে কী আছে? দুঃস্বপ্নে কাঁপছেন রাজলক্ষ্মী, আর্যর জন্য রুমাল বানিয়ে প্রেমের প্রতীক্ষায় অপর্ণা!

অনেকেই বলছেন, ‘ছোট থেকেই ছেলেকে নিজের পছন্দ-অপছন্দ, হাতেকলমে শেখাতে শুরু করেছেন নুসরত।’ অনেকেই আবার লিখেছেন, ‘এতো বড় বয়সে এসেও অনেকে এমন সুন্দর গোল রুটি বানাতে পারে না।’ রান্নার প্রতি এই আগ্রহ ভবিষ্যতে ইশানের সৃজনশীল দিককে আরও বিকশিত করতে পারে, বলে আশা করা যায়। আর একজন মা হিসেবে নুসরতের এই দৃষ্টিভঙ্গি নিঃসন্দেহে প্রশংসাযোগ্য।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।