জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পাঁচ বছর পর টেলিভিশনে পায়েল রায়ের কামব্যাক, সঙ্গী অম্বরীশ ভট্টাচার্য! দেখা যাবে কোথায়? ছোটপর্দা থেকে হঠাৎ উধাও কেন হয়েছিলেন অভিনেত্রী?

প্রায় পাঁচ বছর পর আবার বাংলা টেলিভিশনের পর্দায় ফিরলেন অভিনেত্রী পায়েল রায়। নতুন ধারাবাহিক ভোলে বাবা পার করেগা তে সুদর্শনা চরিত্রে দর্শকের সামনে ধরা দিচ্ছেন তিনি। অম্বরীশ ভট্টাচার্যের বিপরীতে তাঁর এই নতুন ইনিংস ইতিমধ্যেই দর্শকের কৌতূহল বাড়িয়েছে। পরিণত অভিনয় আর সংযত উপস্থিতিতে আবারও নিজের জায়গা শক্ত করছেন পায়েল।

এই কয়েক বছরে ছোটপর্দা থেকে দূরে থাকলেও অভিনয় জগৎ থেকে একেবারে সরে যাননি তিনি। বরং হিন্দি ছবির পাশাপাশি বিভিন্ন ওয়েব সিরিজ এবং স্বল্পদৈর্ঘ্যের ছবিতে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। সম্প্রতি ঋজু বিশ্বাসের সঙ্গে একটি শর্ট ফিল্মে তাঁর অভিনয় প্রশংসিতও হয়েছে। তবুও দর্শকের মনে প্রশ্ন ছিল, এত দীর্ঘ সময় ধারাবাহিকে তাঁকে দেখা গেল না কেন।

এই প্রশ্নের উত্তরে পায়েল জানিয়েছেন, ছোটপর্দা তাঁর অভিনয় জীবনের মূল ভিত্তি। ইচ্ছাকৃতভাবে দূরে থাকার কোনও সিদ্ধান্ত তিনি নেননি। আসলে যে ধরনের চরিত্রে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেই রকম প্রস্তাব পাচ্ছিলেন না। শুধুমাত্র নিয়মিত কাজের জন্য আপস করতে রাজি ছিলেন না বলেই তিনি অপেক্ষা করেছেন।

সুদর্শনা চরিত্রের গভীরতা এবং মানসিক বুনন তাঁকে নতুন করে টেনেছে বলে জানান অভিনেত্রী। পাশাপাশি লীনা গঙ্গোপাধ্যায়ের মতো নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ তাঁর কাছে বিশেষ প্রাপ্তি। সহ অভিনেতা হিসেবে অম্বরীশ ভট্টাচার্যের উপস্থিতি প্রতিটি দৃশ্যকে আরও জীবন্ত করে তুলছে বলেও অকপটে স্বীকার করেছেন পায়েল।

২০০৯ সালে চারুলতা ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জীবনের শুরু পায়েল রায়ের। প্রথম কাজেই দর্শকের নজর কেড়েছিলেন তিনি। পরবর্তীকালে একাধিক ধারাবাহিকে কাজ করলেও নিয়মিত পর্দায় থাকার ইচ্ছা তাঁর ছিল না। নায়িকা হওয়ার চেয়ে অভিনেত্রী হিসেবে নিজেকে তৈরি করাই তাঁর লক্ষ্য। সেই লক্ষ্যেই গল্প ও চরিত্রের টানেই আবার ছোটপর্দায় ফিরলেন পায়েল।

Piya Chanda

                 

You cannot copy content of this page