জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘আমি বাবা হয়েছি, বাবাকেও হারিয়েছি’ ‘আমার জীবনের সেরা স্বীকৃতি এনে দিয়েছে, যেখানেই থাকুক আমায় ঠিক দেখছে!’ আবেগঘন পোস্টে, কাকে বিদায় জানালেন অভিনেতা সুদীপ সরকার?

‘ফুলকি’ সিরিয়ালের পর্দা নামতেই আবেগে ভেসে গেলেন অভিনেতা সুদীপ সরকার। ২০২৩ সালে শুরু হওয়া এই জনপ্রিয় ধারাবাহিক দর্শকদের মন জয় করেছিল দিব্যানী ও অভিষেক বসুর অনবদ্য অভিনয়ে। দীর্ঘ আড়াই বছরের সফর শেষে সিরিয়ালটি যখন বিদায়ের পথে, তখন সুদীপ নিজের শেষ দিনের লুক এবং শুটিং স্ক্রিপ্টের ছবি শেয়ার করে লিখলেন তাঁর হৃদয়ের কথা। তিনি জানান, রুদ্ররূপ সান্যাল চরিত্রে অভিনয় করা তাঁর জীবনের অন্যতম বড় সুযোগ এবং এই চরিত্র তাঁর হৃদয়ে গভীরভাবে জায়গা করে নিয়েছে।

সুদীপ বলেন, একজন অভিনেতার জীবনে একটি চরিত্র এত দীর্ঘ সময় বয়ে নিয়ে চলা যেমন চ্যালেঞ্জিং, তেমনই স্মরণীয় অভিজ্ঞতা। রুদ্র চরিত্রটি তাঁকে দিয়েছে নানান আবেগ, যেগুলোর প্রতিধ্বনি তিনি চিরকাল অনুভব করবেন। তিক্ত মিষ্টি মুহূর্তে ভরা এই যাত্রার প্রতিটি দিন তাঁর কাছে বিশেষ, আর তাই বিদায়ের মুহূর্তটাও হয়ে উঠেছে স্মৃতিতে ভরপুর।

ব্যক্তিগত জীবনও ‘ফুলকি’ চলার সময়ে আমূল বদলে দেয় সুদীপের জীবন। তিনি লেখেন, এই সিরিয়ালই তাঁকে এনে দিয়েছে স্বীকৃতি, জনপ্রিয়তা, দর্শকের ভালোবাসা এবং একের পর এক কাজের সুযোগ। পাশাপাশি জীবনের একদিকে তিনি বাবা হওয়ার আনন্দ পেয়েছেন, আর অন্যদিকে হারিয়েছেন নিজের বাবাকে। এমন পরস্পরবিরোধী সময়কে নিজের জীবনের সবচেয়ে গভীর অনুভূতি বলে উল্লেখ করেছেন তিনি।

সুদীপ ধন্যবাদ জানিয়েছেন চ্যানেল, প্রোডাকশন টিম, পরিচালকদের পাশাপাশি তাঁর সহ-অভিনেতাদেরকেও। যাঁদের সঙ্গে কাজ করতে করতে গড়ে উঠেছে এক পরিবারের মতো সম্পর্ক। তাদের প্রত্যেকের প্রতি তাঁর কৃতজ্ঞতা অপরিসীম। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুল করেননি তিনি, কারণ তাঁদের সমর্থনই তাঁকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।

আরও পড়ুনঃ”শিশুরা হলে অন্যরকম, প্রাপ্তবয়স্ক শিল্পীর মাকে শুটিংয়ে সঙ্গে রাখা মানা যায় না!” “যাঁরা চাকরি করেন, তাঁরা কি অফিসে মাকে নিয়ে যেতে পারেন?” দিতিপ্রিয়ার শুটিং সেট মায়ের উপস্থিতির অভ্যাসকে আপত্তি জানিয়ে, কড়া সমালোচনা লীনা গঙ্গোপাধ্যায়ের!

শেষে তিনি আবেগঘনভাবে স্মরণ করেছেন প্রয়াত বাবাকে। লিখেছেন, তাঁর বাবা যেখানেই থাকুন না কেন, নিশ্চয়ই তাকে দেখছেন এবং তিনি বিশ্বাস করেন যে তাঁর কাজ দেখে বাবা নিশ্চয়ই গর্বিত। বাস্তব জীবনে স্ত্রী অনিন্দিতা এবং তাঁদের কন্যাসন্তানের পাশাপাশি কয়েকটি সারমেয়র বাবা মা এই দম্পতি। কাজের জগত থেকে পরিবার—সব মিলিয়ে ‘ফুলকি’ সুদীপের জীবনে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে রইল।

Piya Chanda