জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

স্ত্রী অর্পিতা নন! জানেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জীবনের দুই প্রিয় নারীর নাম কারা?

বাংলা বিনোদন জগৎ মানেই তারকাদের আলোর ঝলকানি, গ্ল্যামার এবং দর্শকদের অগাধ ভালোবাসা। এই জগতে প্রতিটি অভিনেতা-অভিনেত্রী তাঁদের কাজের মাধ্যমে শুধু পর্দাতেই নয়, মানুষের হৃদয়েও জায়গা করে নেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলেছে সিনেমার ধারা, কিন্তু কিছু নাম আজও অমলিন থেকে গেছে বাঙালির মনে।

বাংলা সিনেমার কথা উঠলে প্রথম সারিতেই থাকে একজনের নাম, তিনি হলেন প্রসেনজিৎ চ্যাটার্জী। দশকেরও বেশি সময় ধরে অভিনয়জগতে নিজের দাপট বজায় রেখেছেন তিনি। ‘অটোগ্রাফ’, ‘চোখের বালি’ থেকে শুরু করে ‘জ্যেষ্ঠপুত্র’—প্রতিটি চরিত্রে এক নতুন রূপে ধরা দিয়েছেন এই সুপারস্টার। আজও তাঁর পর্দায় উপস্থিতি মানেই দর্শকের উচ্ছ্বাস।

প্রসেনজিতের প্রতি বাঙালি দর্শকদের আবেগ অন্য রকম। শুধু অভিনেতা নয়, তিনি যেন এক আবেগের নাম। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতিটি আপডেটেই ঝড় ওঠে মন্তব্যের বন্যা। অনুরাগীরা শুধু তাঁর সিনেমাই নয়, ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলী। তাঁর পছন্দ-অপছন্দ, সম্পর্ক—সবই জানতে চায় ভক্তরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নই উঠেছিল—প্রসেনজিতের জীবনের সবচেয়ে প্রিয় নারী কে? এমন প্রশ্নে সাধারণত অনেকেই দ্বিধায় পড়েন, কিন্তু বুম্বাদার উত্তর ছিল সোজাসাপ্টা ও আন্তরিক। অভিনেতা জানান, তাঁর জীবনের প্রথম প্রিয় নারী তাঁর মা। আর দ্বিতীয় স্থানে তিনি তাঁর মাকেই রাখেন।

সাংবাদিক আবারও প্রশ্ন তোলেন—তাহলে ‘সেকেন্ড অপশন’-এ আর কেউ না? হেসে উত্তর দেন অভিনেতা, “আমার বোন।” এই উত্তর শুনে স্পষ্ট, পরিবারের প্রতি তাঁর ভালোবাসা কতটা গভীর। গ্ল্যামার আর আলোয় ভরা এই জীবনের মধ্যেও প্রসেনজিৎ চ্যাটার্জীর হৃদয়ে জায়গা পেয়েছে মা ও বোন—এ যেন প্রকৃত ‘ফ্যামিলি ম্যান’-এর প্রতিচ্ছবি।

Piya Chanda

                 

You cannot copy content of this page