জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রাজা আর মধুবনীর সংসারে খুশির খবর! পরিবারে আসছে নতুন সদস্য! আবার মা হতে চলেছেন মধুবনী?

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি ‘রাজা গোস্বামী’ (Raja Goswami) ‘মধুবনী গোস্বামী’ (Madhubani Goswami) ‘ভালবাসা ডট কম’- (Bhalobasha Dot Com) এর সেটে শুরু হওয়া সম্পর্ককে ২০১৬ সালে সাতপাকে বাঁধেন তাঁরা। সময়ের সঙ্গে তাঁদের প্রেম আরও পরিণত হয়েছে। বর্তমানে যেখানে একের পর এক তারকাদের বিচ্ছেদের খবরে মন খারাপ হচ্ছে ভক্তদের, সেখানে রাজা-মধুবনীর সম্পর্ক উজ্জল উদাহরণ হয়ে উঠেছে। সংসার, পেশা আর ভালোবাসার, সবকিছুকেই সমানতালে নিয়ে দিন কাটাচ্ছেন তাঁরা।

রাজা এখনও অভিনয় জগতে বেস সক্রিয়, বিভিন্ন চরিত্রে তাঁকে নিয়মিত দেখা যায়। বর্তমানে ‘চিরসখা’ ধারাবাহিকে বাবিলের চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে মধুবনী অভিনয় থেকে আপাতত বিরতি নিয়েছেন তাঁদের একমাত্র ছেলে কেশবের লালন-পালনের জন্য। তবে হাত গুটিয়ে বসে নেই তিনি, নিজের পার্লারের ব্যবসা আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে মধুবনী নতুন করে গড়ে তুলেছেন নিজের আলাদা পরিচয়।

তাঁদের পুত্রসন্তান কেশবের বয়স এখন প্রায় চার বছর, সম্প্রতি একটি নামী বেসরকারি স্কুলে তার ভর্তি হয়েছে। এই সুখী দাম্পত্যের মাঝেই সম্প্রতি এক সুখবর সামনে এসেছে। মধুবনী নিজের ইউটিউব চ্যানেলে একটি নতুন ভ্লগ শেয়ার করে লেখেন, “পরিবারে আসছে নতুন সদস্য।” এতেই উত্তেজনার পারদ চড়ে যায় অনুরাগীদের মধ্যে। নেটপাড়ায় শুরু হয় জল্পনা— তাহলে কি ফের মা হতে চলেছেন মধুবনী? রাজা-মধুবনীর বাড়িতে কি ফের একবার আসতে চলেছে খুশির কিলবিল শব্দ?

কিন্তু ভ্লগের ভিতরে অপেক্ষা করছিল এক মিষ্টি টুইস্ট। রাজা নিজেই জানালেন, দুই বছর আগে মধুবনী তাঁকে গিফট করেছিলেন একটি রয়্যাল এনফিল্ড বাইক। এবার সেই বাইক বদলে নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছেন রাজা। মধুবনী তাঁকে সাহায্য করেছেন এটা করার জন্য। তাঁদের ছোট ছোট ট্রিপের পরিকল্পনা কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। অর্থাৎ, পরিবারের নতুন সদস্য বলতে তারা ইঙ্গিত করেছেন নতুন বাইকের দিকেই।

Piya Chanda