জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মায়ের পথে মেয়েও? ইন্দ্রাণী দত্তর কন্যা রাজনন্দিনীকে এবার দেখা যাবে ধারাবাহিকে? তবে কি ঐতিহাসিক চরিত্রই ফিরছেন তিনি? জোর জল্পনা টলিপাড়ায়

টেলিভিশনের দুনিয়ায় তারকাদের ছেলেমেয়েরা আজকাল ক্রমেই উঠে আসছেন সামনে।
বিগত কয়েক বছরে দেখা গেছে, বহু জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীর সন্তানেরা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করছেন নতুন চেহারায়, নতুন সম্ভাবনা নিয়ে। কেউ বলিউডে, কেউ টলিউডে, আবার কেউ টেলিভিশনের পর্দায়। দর্শকরাও বেশ আগ্রহ নিয়ে গ্রহণ করছেন তাদের। এই প্রজন্মের মধ্যে স্টার কিডদের আলাদা ফ্যান ফলোয়িংও তৈরি হচ্ছে দিনে দিনে।

এই প্রজন্মের মধ্যেই রয়েছেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্তর কন্যা রাজনন্দিনী পাল। বড়পর্দায় ইতিমধ্যেই নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি। অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব—সব মিলিয়ে ধীরে ধীরে নিজের জায়গা শক্ত করছেন রাজনন্দিনী। তবে এবার তাঁকে নিয়ে নতুন চর্চা শুরু হয়েছে টেলিপাড়ায়। কারণ শোনা যাচ্ছে, বড়পর্দার এই অভিনেত্রী এবার পা রাখতে চলেছেন ছোটপর্দায়।

টেলিপাড়ার গুঞ্জন বলছে, দুই নামী বিনোদনমূলক চ্যানেল নতুন একটি ঐতিহাসিক বা পৌরাণিক ঘরানার ধারাবাহিক নিয়ে কাজ শুরু করেছে। সেখানেই মুখ্য চরিত্রের জন্য নাকি অফার গেছে রাজনন্দিনীর কাছে। চরিত্রটি গুরুত্বপূর্ণ এবং স্ক্রিন টাইম অনেকটাই বেশি বলেই খবর। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবে চুক্তির কথাবার্তা নাকি চলছে পুরোদমে।

সূত্রের দাবি, রাজনন্দিনী এই প্রজেক্টে কাজ করতে আগ্রহী ঠিকই, কিন্তু তিনি নাকি কয়েকটি শর্ত রেখেছেন প্রযোজকদের কাছে। স্ক্রিপ্টে স্বাধীনতা, চরিত্রের গভীরতা এবং নির্মাণের মান—এই তিনটি বিষয়েই তাঁর আলাদা জোর। রাজি হলে খুব শীঘ্রই তাঁর ছোটপর্দায় অভিষেক ঘটতে পারে।

এই কস্টিউম ড্রামার জন্য একাধিক অভিনেত্রীর নাম ভাবা হলেও, রাজনন্দিনীই নাকি প্রথম পছন্দ চ্যানেলের। এখন দেখার বিষয়, প্রযোজক পক্ষ তাঁর সব শর্ত মানে কিনা। যদি সব ঠিকঠাক হয়, তাহলে খুব তাড়াতাড়ি ইন্দ্রাণী দত্তর কন্যাকে টেলিভিশনের পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকরা—একটি একেবারে নতুন রূপে।

Piya Chanda