চলতি বছরের শুরুতেই জি বাংলায় (Zee Bangla) আবার শুরু হয়েছে ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance) এর নতুন সিজন, শুরুতেই একের পর এক চমক এনে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। প্রতি সপ্তাহে দর্শক অপেক্ষা করে থাকেন আরও নতুন চমকের জন্য। এবার ডান্স বাংলা ডান্সের মঞ্চে এই সপ্তাহের চমক ছিল সবচেয়ে সেরা। ছোট পর্দার আদর্শ মেয়ে রাই, অর্থাৎ ‘আরত্রিকা মাইতি’ (Aratrika Maity) র দুর্দান্ত নৃত্য পরিবেশনা।
মারাঠি পোশাকে সেজে এদিন পারফর্ম করলেন তিনি। মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের রাইয়ের সংযত চেহারা এদিন যেন পর্দা ফুঁড়ে বেরিয়ে এল এক উচ্ছ্বসিত নৃত্যশিল্পীর রূপে। শুধু পারফরম্যান্স নয়, আরত্রিকার আত্মবিশ্বাস এবং সৌন্দর্যের মেলবন্ধনে এমন এক আবেশ তৈরি হলো, যার টান এড়াতে পারলেন না খোদ মহাগুরু মিঠুন চক্রবর্তীও। হঠাৎ করেই আরত্রিকার সঙ্গে ছন্দে পা মেলালেন এই ডিস্কো ডান্সার।

আর সেই মুহূর্তেই যেন দর্শকেরা সাক্ষী থাকলেন এক ঐতিহাসিক দৃশ্যের। রাই-এর প্রাণবন্ত নাচ আর মহাগুরুর আইকনিক স্টেপ—মঞ্চে যেন সময় থেমে গিয়েছিল কিছুক্ষণের জন্য। এই পর্বটি যে নিছক আরেকটি সপ্তাহান্তের পর্ব নয়, তা স্পষ্ট হয়ে গেল শুভশ্রী গাঙ্গুলীর প্রতিক্রিয়াতেও। বিচারকের আসনে বসে থাকা এই অভিনেত্রী নিজেই উঠে এসে নাচে সামিল হলেন।
যেন রাই আরও একবার প্রমাণ করল সে শুধু ধারাবাহিকের চরিত্রে নয়, বাস্তবেও একটা আবেগ, একটা শক্তির প্রতীক। আরত্রিকার এই নাচ অনেক দর্শকের কাছেও ছিল সারপ্রাইজ। অনেকেই জানতেন না, অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রীর নৃত্য প্রতিভাও এতখানি রাখেন। আগে যদিও প্রমাণ মিলেছে অসাধারণ আবৃত্তি পাঠের এবং গানের গলার।
আরও পড়ুনঃ ফুলকির হাতেই ছোট রানী-ছোট কুমারের পাচারচক্র ফাঁস! একাই গুন্ডাদের শায়েস্তা করল ফুলকি! এবার ছোট রানীর কী পরিণতি হতে চলেছে? ‘ফুলকি’তে আজকে টানটান পর্ব!
তাঁর এই নাচ আরও একবার বোঝালো যে শুধু ধারাবাহিকেই নন, বৃহত্তর মঞ্চেও আরত্রিকা অনায়াসে ছিনিয়ে নিতে পারেন স্পটলাইট। সব মিলিয়ে বলাই যায়, এই বিশেষ পর্ব যেন ছিল শুধুই আরত্রিকার। মহাগুরুর সঙ্গে যুগলবন্দী, বিচারকদের প্রশংসা আর দর্শকের উচ্ছ্বাস—এইসব মিলিয়ে ছোটপর্দার এই নায়িকা প্রমাণ করলেন, তিনি একজন পরিপূর্ণ পারফর্মার।