জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘আগে গল্প ধরে লেখা হত, এখন প্রতিদিন গল্প তৈরি হয়, তাই গল্পের মাথামুন্ডু নেই’, আমার বৃদ্ধা মা’ই আর ধারাবাহিক দেখতে চান না! অকপট রানা মিত্র

ধারাবাহিক মানেই রোজকার টেলিভিশনের রুটিন। সন্ধে নামলেই ড্রয়িংরুমে চলত নিত্যকালের খলনায়ক-নায়িকার কাহিনি। কিন্তু সময় বদলেছে। এখন বহু দর্শকই মুখ ফিরিয়ে নিয়েছেন ছোট পর্দা থেকে। এমনই এক বাস্তব উদাহরণ দিয়েছেন অভিনেতা রানা মিত্র। জানালেন, তাঁর ৮০ বছরের মা-ই এখন আর ধারাবাহিক দেখতে চান না! তাহলে কি দর্শকদের সরে যাওয়ার কারণেই ছোট পর্দা ছেড়ে যাত্রার মঞ্চে পা রাখছেন জনপ্রিয় খলনায়ক রানা?

এক সময় ‘এক আকাশের নীচে’, ‘গাঁটছড়া’, ‘ফুলকি’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে খলনায়কের চরিত্রে দেখা যেত রানা মিত্রকে। কিন্তু অনেক দিন ছোট পর্দা থেকে উধাও তিনি। আর এবার খবরে, যাত্রাপালায় অভিনয়ের মাধ্যমে নতুন যাত্রা শুরু করতে চলেছেন এই অভিনেতা। ‘রক্তে রাঙা রাজকাহিনী’ নামের একটি যাত্রা পালায় রানাকে ঘিরেই গড়ে উঠবে গল্প। আগেও বহু ছোট ও বড় পর্দার শিল্পী যাত্রায় অভিনয় করেছেন। পিয়া সেনগুপ্ত বা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সেই তালিকায় পরিচিত নাম। তবে রানা এত দিনে কেন যাত্রায় এলেন?

এই প্রশ্নের জবাবে রানা জানান, “আগেও ডাক পেয়েছি। কিন্তু তখন ধারাবাহিকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। এখন হাতে সময় আছে, তাই রাজি হয়েছি।” তাঁর মতে, অভিনয়ের এই মাধ্যমটাও এক সময় ফেলে রাখা ছিল। এবার তা কাজে লাগাতে চান। তবে শুধুই কাজ নয়, যাত্রার অভিজ্ঞতাও রানা নিতে চান মন খুলে। হাজার হাজার দর্শকের সামনে লাইভ অভিনয়, হাততালির শব্দ— এই অনুভব তাঁর কাছে অমূল্য।

ধারাবাহিক নিয়ে রানার হতাশাও স্পষ্ট। তাঁর বক্তব্য, এখন আর আগের মতো পরিকল্পিত গল্প হয় না। প্রতিদিনের গল্প লিখতে গিয়ে ছোট পর্দার মান নেমে গিয়েছে। রানার কথায়, “আগে ধারাবাহিক মানেই মা টিভির সামনে থেকে উঠতেন না। এখন তিনি নিজেই বলেন, আর ভাল লাগে না!” শুধু রানার মা নন, তাঁর মতো অনেক বয়স্ক মানুষও হয়তো এখন ধারাবাহিকের প্রতি আগ্রহ হারাচ্ছেন। রানা প্রশ্ন তোলেন, তাহলে এখন এই ধারাবাহিক কারা দেখছেন?

সবশেষে ‘রক্তে রাঙা রাজকাহিনী’তে রানার চরিত্র নিয়ে প্রশ্ন উঠতেই তিনি স্পষ্ট করেন, এটা কোনও সাধারণ খলনায়কের চরিত্র নয়। বরং এমন একজন মানুষ যিনি পরিস্থিতির চাপে খারাপ হয়ে উঠেছেন। তাঁর কথায়, “নায়কদের কাহিনি লেখেন গল্পকার। কিন্তু খলনায়কদের লোকে মনে রাখে। যেমন ‘শোলে’ মানেই আমজাদ খানের ‘গব্বর সিং’।” অগস্ট থেকে শুরু হবে মহড়া। তার আগে দর্শকের আগ্রহে জোর হাওয়া দিচ্ছে রানার যাত্রায় পা রাখার খবর। এখন দেখার, ছোট পর্দার জনপ্রিয় খলনায়ক কতটা আলোড়ন ফেলেন যাত্রার রঙিন মঞ্চে।

Piya Chanda

                 

You cannot copy content of this page