জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“জিৎ এতদিন সাউথের ছবি কপি করেছে, এখন বুঝেছে ফ্রেম টু ফ্রেম কপি করেও সব সিনেমা ফ্লপ!” “নিজে কপি করে অন্যকে দোষ দিচ্ছে, বাংলার লেখকদের অপমান করেছে জিৎ!”— সুপারস্টার জিতের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য প্রযোজক রানা সরকারের!

বিনোদন জগতে কখনও যেন শান্তি নেই। কখনও অভিনেতা-অভিনেত্রীর মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা, তো কখনও প্রযোজক-পরিচালকের মন্তব্যে তৈরি হয় বিতর্কের আগুন। সোশ্যাল মিডিয়ায় এক মন্তব্যই অনেক সময় বদলে দেয় পরিবেশ, আর সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা টলিউডে। ঠিক তেমনই নতুন করে উত্তপ্ত হয়েছে টলিউড ইন্ডাস্ট্রি, কারণ এবার মুখ খুলেছেন প্রযোজক রানা সরকার, আর তাঁর নিশানায় রয়েছেন সুপারস্টার জিৎ।

রানা সরকার টলিউড ইন্ডাস্ট্রির একজন অভিজ্ঞ প্রযোজক। তিনি বেশ কয়েকটি জনপ্রিয় ছবির সঙ্গে যুক্ত ছিলেন, পাশাপাশি প্রায়ই সিনেমার মান, গল্প ও বাজার নিয়ে খোলাখুলি মতামত দেন। তাঁর মন্তব্যগুলি অনেক সময়ই বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তবে এবার তিনি সরাসরি নাম করে কটাক্ষ করেছেন জিৎকে, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

জিৎ বাংলা ছবির অন্যতম জনপ্রিয় নায়ক। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি দর্শকদের বিনোদন দিয়ে আসছেন। অ্যাকশন থেকে রোমান্স—সব ধারার ছবিতেই তাঁর অগাধ জনপ্রিয়তা। কিন্তু সম্প্রতি তাঁর একাধিক সিনেমা বক্স অফিসে আশানুরূপ ফল দেয়নি। ঠিক এই প্রসঙ্গেই মন্তব্য করেছেন রানা সরকার।

রানা সরকার জানিয়েছেন, “জিৎ এতদিন সাউথের ছবি কপি করেছেন। এখন বুঝতে পেরেছেন ফ্রেম টু ফ্রেম কপি করলে মুভি চলে না, কারণ শেষ কয়েকটি সিনেমা ফ্লপ করেছে।” এখানেই থামেননি তিনি। আরও বলেন, “এখন জিৎ বাহানা দিচ্ছেন যে বাংলায় ভালো লেখক নেই, কেউ তাঁকে গল্প দিতে পারছেন না।”

রানার দাবি, জিৎ-এর মতো একজন সুপারস্টার কখনওই বাংলার লেখকদের এইভাবে ছোট করতে পারেন না। তাঁর মতে, “বাংলা সাহিত্য ও গল্প বলার ঐতিহ্য অনেক সমৃদ্ধ, সুতরাং জিৎ-এর এমন মন্তব্য অপমানজনক।” এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই টলিউডে শুরু হয়েছে নতুন বিতর্ক, এখন দেখার পালা—জিৎ এ বিষয়ে কী জবাব দেন।

Piya Chanda