জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“গরু ছাগলও এই গান শুনবে না.. গানের গও জানে না.. টাকা দিয়ে মানুষ শুনতে আসে?”, কলকাতার রসগোল্লা গাইতে গিয়ে ট্রোলের মুখে মিঠাই রানী

বর্তমানে টলিউডের তারকারা শুধু অভিনয়েই সীমাবদ্ধ নন। অনেকে এখন গানের দিকেও ঝুঁকছেন। কখনও রিয়েলিটি শো-তে পারফর্মেন্স, কখনও অনুষ্ঠানে লাইভ গান—সবেতেই নিজেদের বহুমুখী প্রতিভা তুলে ধরছেন তারা। তবে এই ‘এক্সপেরিমেন্ট’ অনেক সময়ই নেটপাড়ায় কটাক্ষের শিকার হয়। দর্শকরা যেমন প্রশংসা করেন, তেমনই অনেক সময় কঠিন সমালোচনাও করেন খোলাখুলি।

এই তালিকায় নতুন নাম যুক্ত হয়েছে টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ সৌমিতৃষা কুন্ডুর। ‘মিঠাই’ চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পেয়েছেন তিনি। সহজ, হাসিখুশি এবং প্রাণবন্ত এই অভিনেত্রী ইতিমধ্যেই টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। তার প্রতিটি পোস্টেই ভক্তদের ভালোবাসার বন্যা বয়ে যায়।

তবে এবার সেই ভালোবাসার জায়গায় এসেছে সমালোচনার ঝড়। সম্প্রতি শহরের এক অনুষ্ঠানে সৌমিতৃষাকে দেখা যায় ‘কলকাতার রসগোল্লা’ গান গাইতে। উপস্থিত দর্শকরা মুহূর্তটি ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকেই শুরু হয় ট্রোলের বন্যা। কেউ লিখেছেন, “এত কনফিডেন্স লোক পায় কোথা থেকে?”, কেউ আবার কটাক্ষ করেছেন, “ও বুঝতে পারে না গান করতে গেলে গান শিখতে হয়, গান সবার জন্য নয়।”

আরও কেউ লিখেছেন, “এখন সবাই গায়িকা! অভিনয় ভালো হলেই কি গান গাওয়া যায়?”, আবার কেউ বলছেন, “এত বিচ্ছিরি গান গাওয়ার জন্য উদ্যোক্তারা কেন এদের ডেকে আনেন?”, আবার এক নেটিজেনদের মত, “গরু ছাগল ভেড়া এই গান শুনবে না। শরীর দেখিয়ে টাকা কামানো পাবলিক” এইসব মন্তব্য এখন নেটদুনিয়ায় ভাইরাল।

যদিও সৌমিতৃষা এখনও এই ট্রোল নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে তার অনুরাগীরা অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে লিখেছেন, “তুমি যেমন আছো, তেমনই থেকো, আমাদের কাছে তুমি সেরা।” একদিকে ট্রোলের ঝড়, অন্যদিকে সমর্থনের বৃষ্টি—সব মিলিয়ে ‘মিঠাই’-এর গান গাওয়া এখন টলিপাড়ার গরম আলোচনার বিষয়।

ভিডিও সৌজন্যেঃ টলিউড অনলাইন

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।