টেলিভিশনের পর্দার বর্তমানে জনপ্রিয় মুখ অভিনেতা ঋষভ ভৌমিক। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ অভিনয় করছেন অভিনেতা। জগদ্ধাত্রীর মেয়ে দুর্গার স্বামীর ভূমিকায় ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছেন অভিনেতা। কিন্তু এত সবকিছুর মাঝে হঠাৎই শোনা গেল দুঃসংবাদ। হাসপাতালের ভর্তি অভিনেতা ঋষভ ভৌমিক। মুখে লাগানো রয়েছে মাস্ক। ডাক্তার জানিয়েছেন পরিস্থিতি গুরুতর। কিন্তু কি হয়েছে অভিনেতার জানেন?
সম্প্রতি সিরিয়ালের একটি দৃশ্যের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে মুখে অক্সিজেন মাস্ক পরে হাসপাতালের বেডে শুয়ে আছেন ঋষভ ভৌমিক। দেখে অনেকেই প্রথমে চমকে গিয়েছিলেন, ভেবেছিলেন অভিনেতা হয়তো সত্যিই অসুস্থ। কিন্তু আসলে এটি সিরিয়ালের শুটিংয়ের একটি দৃশ্য। সিরিয়ালের গল্প অনুযায়ী, বিয়ের রাতে দুর্গার স্বামী ঋষভকে চক্রান্ত করে বিষ খাওয়ানো হয়। সেই ঘটনাই এখন দর্শকের মনে নতুন উত্তেজনা তৈরি করেছে।
টিআরপি তালিকায় বরাবরই শীর্ষে থাকা এই ধারাবাহিক এখনও দর্শকের মনোরঞ্জন করে চলেছে। বর্তমানে যখন অনেক ধারাবাহিক তিন থেকে ছয় মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, সেখানে ‘জগদ্ধাত্রী’ দীর্ঘদিন ধরে টিআরপির লড়াইয়ে নিজের জায়গা ধরে রেখেছে। গল্পে একসময় জগদ্ধাত্রী নিজেই হুইলচেয়ারে বন্দি ছিলেন, আর তার মেয়ে দুর্গা ছিল আশ্রমে বড় হওয়া এক সাহসী মেয়ে। এখন সেই দুর্গাই হয়ে উঠেছে মায়ের আসল ভরসা।
জগদ্ধাত্রীর জীবনে ফিরে এসেছে আলো। দুর্গার যত্ন আর ভালোবাসায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে সে। মা-মেয়ে এখন একজোট হয়ে শত্রুদের মুখোমুখি হচ্ছে। দুর্গা আবার মুখার্জি পরিবারের অঙ্গ হয়ে উঠেছে নিজের যোগ্যতায়। ফোর্সে ফিরে এসেছে জগদ্ধাত্রীও। দুই প্রজন্মের এই জুটি এখন একসঙ্গে লড়ছে অন্যায়ের বিরুদ্ধে।
এদিকে, গল্পে এসেছে রোম্যান্সের নতুন মোড়। দুর্গা ভালোবেসেছে গায়ক ঋষভ মৈত্রকে। তাদের সম্পর্কের পরিণতি বিয়েতে গিয়ে পৌঁছেছে, কিন্তু বিয়ের রাতেই ঘটে ভয়ঙ্কর ঘটনা—ঋষভের খাবারে কেউ বিষ মেশায়! মৃত্যুর মুখ থেকে ফিরে আসলেও এই ঘটনার পেছনে কে, তা জানার অপেক্ষায় দর্শকরা।
আরও পড়ুনঃ “গরু ছাগলও এই গান শুনবে না.. গানের গও জানে না.. টাকা দিয়ে মানুষ শুনতে আসে?”, কলকাতার রসগোল্লা গাইতে গিয়ে ট্রোলের মুখে মিঠাই রানী
শেষ পর্বে দেখা গেছে, জগদ্ধাত্রী জানতে পেরেছে এই চক্রান্তের পিছনে রয়েছে দিব্যা সেনের হাত। ঘটনাচক্রে কৌশিকী মুখার্জি বোর্ড অফ ডিরেক্টরস থেকে পদত্যাগ করেছেন। এখন প্রশ্ন একটাই—মুখার্জি পরিবারে আসছে কোন নতুন ঝড়? সব উত্তর মিলবে ‘জগদ্ধাত্রী’-র আগামী পর্বে।
