জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“আমি এখনও ভয় পাই… সাহস হয় না ওই দিকটায় পা বাড়াতে!”, কোন অভিজ্ঞতার থেকে এমন বললেন অপরাজিতা আঢ্য? জীবনের কোন দিকটা নিয়ে আজও সংশয়ে থাকেন অভিনেত্রী? জানলে অবাক হবেন!

ছোট পর্দা থেকে বড় পর্দা—সব জায়গাতেই নিজের হাসি আর অভিনয় দিয়ে মানুষকে জয় করেছেন অপরাজিতা আঢ্য। তাঁর সহজ-সরল স্বভাব আর প্রাণখোলা হাসি যেন ঘরের মানুষ করে তোলে তাঁকে। দর্শকরা যেমন তাঁর চরিত্রে মুগ্ধ, তেমনই মানুষ হিসেবে ভালোবাসেন তাঁকে আরও বেশি।

অপরাজিতা একসময় নিজের জীবনে বহু কষ্ট আর কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন। কিন্তু আজ তিনি নিজের স্বামীকে নিয়ে সুখে সংসার করছেন। জীবনের লড়াই পেরিয়ে এখন তিনি শান্তিতে দিন কাটান। অতীতের কষ্ট নিয়ে আর কোনও আফসোস নেই তাঁর।

Tollywood, superstar actress, Aparajita Adhya, entertainment, বিনোদন, বাংলা সিনেমা

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপরাজিতাকে যাত্রা নিয়ে প্রশ্ন করা হয়। অভিনেত্রী তখন অকপটে বলেন, “আমি কখনও যাত্রা করিনি। অত সাহসই আমার নেই। যাত্রা করতে গেলে যে রকম দক্ষতা লাগে, সেটা আমার মধ্যে নেই।” তাঁর এই স্বীকারোক্তি মন ছুঁয়ে যায় অনুরাগীদের।

অপরাজিতা আরও বলেন, “যাত্রা যারা করেন, তাঁদের অভিনয় দেখলে সত্যি পায়ে পড়ে যেতে ইচ্ছে করে। এতটাই অসাধারণ তাঁরা।” তিনি জানান, রাজু বড়ুয়ার মতো এক প্রতিভাবান অভিনেতার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, যাঁর থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন তিনি।

এখন অভিনয়ের পাশাপাশি নিজের ডান্স স্কুল নিয়েও ব্যস্ত অপরাজিতা। সামনে তাঁকে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায় ও কিরণ মজুমদার অভিনীত ‘বাবা’ ছবিতে। এই ছবিতে আরও থাকছেন কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু ও মমতাশঙ্করের মতো জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।