ছোট পর্দা থেকে বড় পর্দা—সব জায়গাতেই নিজের হাসি আর অভিনয় দিয়ে মানুষকে জয় করেছেন অপরাজিতা আঢ্য। তাঁর সহজ-সরল স্বভাব আর প্রাণখোলা হাসি যেন ঘরের মানুষ করে তোলে তাঁকে। দর্শকরা যেমন তাঁর চরিত্রে মুগ্ধ, তেমনই মানুষ হিসেবে ভালোবাসেন তাঁকে আরও বেশি।
অপরাজিতা একসময় নিজের জীবনে বহু কষ্ট আর কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন। কিন্তু আজ তিনি নিজের স্বামীকে নিয়ে সুখে সংসার করছেন। জীবনের লড়াই পেরিয়ে এখন তিনি শান্তিতে দিন কাটান। অতীতের কষ্ট নিয়ে আর কোনও আফসোস নেই তাঁর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপরাজিতাকে যাত্রা নিয়ে প্রশ্ন করা হয়। অভিনেত্রী তখন অকপটে বলেন, “আমি কখনও যাত্রা করিনি। অত সাহসই আমার নেই। যাত্রা করতে গেলে যে রকম দক্ষতা লাগে, সেটা আমার মধ্যে নেই।” তাঁর এই স্বীকারোক্তি মন ছুঁয়ে যায় অনুরাগীদের।
অপরাজিতা আরও বলেন, “যাত্রা যারা করেন, তাঁদের অভিনয় দেখলে সত্যি পায়ে পড়ে যেতে ইচ্ছে করে। এতটাই অসাধারণ তাঁরা।” তিনি জানান, রাজু বড়ুয়ার মতো এক প্রতিভাবান অভিনেতার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, যাঁর থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন তিনি।
আরও পড়ুন: মুখে অক্সিজেন মাস্ক, হাসপাতালের বেডে শুয়ে মৃ’ত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অভিনেতা ঋষভ ভৌমিক! কি হয়েছে অভিনেতার?
এখন অভিনয়ের পাশাপাশি নিজের ডান্স স্কুল নিয়েও ব্যস্ত অপরাজিতা। সামনে তাঁকে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায় ও কিরণ মজুমদার অভিনীত ‘বাবা’ ছবিতে। এই ছবিতে আরও থাকছেন কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু ও মমতাশঙ্করের মতো জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা।
