জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দর্শকদের প্রিয় ‘রাখি’ কি ফিরছেন পর্দায়? দীর্ঘদিন পর ফের আলোচনায় ‘রাখি বন্ধন’-খ্যাত শ্রাবণী ভূঁইয়া! প্রযোজকের বাড়ি জগদ্ধাত্রী পুজোয় হঠাৎ দেখা মিলতেই গুঞ্জন! ব্লুজের নতুন ধারাবাহিকেই হাত ধরেই কি ফিরছেন তিনি?

বিনোদন জগতে এমন অনেক মুখ আছে, যাঁরা একসময় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিলেন, কিন্তু হঠাৎই যেন পর্দা থেকে হারিয়ে যান। কেউ ব্যস্ত হয়ে পড়েন ব্যক্তিগত জীবনে, আবার কেউ উপযুক্ত সুযোগের অপেক্ষায় থাকেন। দর্শকরা এরই মাঝে তাঁদের প্রিয় অভিনেতা–অভিনেত্রীদের ফিরে পাওয়ার আশায় দিন গোনেন।

শ্রাবণী ভূঁইয়া এমনই এক নাম, যাঁর অভিনয় একসময় টেলিভিশনের পর্দায় ঝড় তুলেছিল। তিনি শুধু অভিনয়েই নয়, নাচেও সমান পারদর্শী। প্রশিক্ষিত ধ্রুপদী নৃত্যশিল্পী হিসেবে শ্রাবণী অসংখ্য স্টেজ শোতে অংশ নিয়েছেন। তাঁর বিশ্বাস, নৃত্যই তাঁকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখে।

টেলিভিশনের পর্দায় শ্রাবণীকে প্রথম জনপ্রিয় করে তোলে ধারাবাহিক রাখি বন্ধন। সেখানে তিনি রাখির চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেছিলেন। এই ধারাবাহিকটি ২০১৬ সালে স্টার জলসায় প্রচারিত হয়েছিল। পরে জীবন সাথী এবং কনক কাকন ধারাবাহিকেও তাঁর অভিনয় প্রশংসিত হয়। এছাড়াও অভিনেত্রী ‘মাধবীলতা’ , ‘মুকুট’ ধারাবাহিকে লিড করেছে। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁকে কোনো নতুন ধারাবাহিকে দেখা যায়নি, যা নিয়ে ভক্তদের মধ্যে ছিল খানিক হতাশা।

তবে সম্প্রতি স্নেহাশিস চক্রবর্তীর বাড়ির জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত হয়ে আবারও আলোচনায় এসেছেন শ্রাবণী। তাঁর উপস্থিতি দেখে অনেকে ভাবছেন, তিনি কি তবে আবার ফিরছেন ছোট পর্দায়?

গুঞ্জন উঠেছে, হয়তো ব্লুজ প্রোডাকশনের পরবর্তী ধারাবাহিকেই দেখা যাবে শ্রাবণী ভূঁইয়াকে নায়িকার ভূমিকায়। যদিও এ বিষয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি, তবে টলিপাড়ায় কানাঘুষো শুরু হয়ে গেছে—বহুদিন পর আবার কি ফিরতে চলেছেন শ্রাবণী? দর্শকরা এখন সেই উত্তর পাওয়ার অপেক্ষায়।

Piya Chanda