জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘আমাকে বোধহয় শাড়িতে ভালো লাগেনা! ভাবলাম আমি হয়ত পিছিয়ে পড়েছি!’ ইউ লুক গুড ইন শাড়ি মন্তব্যে এবার ঋজুকে বিঁধলেন সহ- অভিনেত্রী মানালিও

বাংলা টেলিভিশনের জনপ্রিয় জুটি ‘বৌ কথা কও’-এর নিখিল ও মৌরি—অর্থাৎ ঋজু বিশ্বাস ও মানালি দে—আজও দর্শকের মনে রয়ে গেছেন। কিন্তু সম্প্রতি ঋজুকে ঘিরে বিতর্কে সরগরম হয়েছে সোশ্যাল মিডিয়া। মডেল বৃষ্টি মণ্ডল অভিযোগ করেন, অভিনেতা তাঁকে মেসেজে লিখেছিলেন, “BTW you look good in saree।” এরপরই এই লাইনটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে নানা রকম মিম ও ট্রোলের বিষয় হয়ে ওঠে।

এই ট্রেন্ড নিয়েই এবার মজার ছলে খোঁচা দিলেন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়। তিনি মানালি দের একটি শাড়ি পরা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন—“you look good in saree”। আর তাতেই হাসির রোল উঠল নেটদুনিয়ায়। অনেকে ধরে নিলেন, এটি ঋজুকে উদ্দেশ্য করেই করা মজার মন্তব্য। ছবিটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

অভিষেকের পোস্টে মানালি নিজেই মজার ছলে মন্তব্য করেন, “আমি পিছিয়ে পড়েছিলাম ভাবলাম। আমায় বোধহয় শাড়িতে ভালো লাগে না।” তাঁর এই রিপ্লাই দেখেই অনেকে হেসে ফেলেন। অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরীও যোগ দেন মজায়—তিনি লেখেন, “আমাকেও না।” এর পরেই এক অনুরাগী লিখে ফেলেন, “আপনাকে সিরিয়ালে বলেই দিয়েছে!” — সোশ্যাল মিডিয়া তখন পুরোপুরি মজায় ভরে ওঠে।

অন্যদিকে, পুরো বিতর্কের সূত্রপাত হয়েছিল মডেল বৃষ্টি মণ্ডলের পোস্টে। তিনি প্রকাশ্যে অভিযোগ করেন, ঋজু মেসেজে অশালীন আচরণ করেছিলেন এবং ভয় দেখিয়েছিলেন সাইবার ক্রাইমের নাম করে। পরে অবশ্য সেই পোস্টটি মুছে ফেলেন তিনি। তবে ততদিনে অভিনেতার নাম ছড়িয়ে পড়ে চারদিকে। নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়—কেউ সমালোচনা করেন, কেউ আবার অভিনেতার পাশে দাঁড়ান।

একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋজু বলেন, “আমি তো কোনও অশ্লীল মেসেজ করিনি। সোশ্যাল মিডিয়ায় কাউকে শাড়িতে ভালো লাগছে বলা কি অপরাধ?” তিনি আরও যোগ করেন, “আমি আমার মাকেও তো বলেছি শাড়িতে ভালো লাগছে। তাহলে কি এটাও ভুল?” তাঁর এই বক্তব্য আরও একবার বিতর্ককে উসকে দেয়। তবে মানালি-অভিষেকের সাম্প্রতিক পোস্টে গোটা ঘটনাই এখন হাসির খোরাক হয়ে উঠেছে নেটপাড়ায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page