জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘বয়স বড় কথা নয়, আমার পছন্দ অন্য কিছু!’ বয়স্ক পুরুষদের প্রতিই কেন বেশি আকর্ষণ ঋতাভরী চক্রবর্তীর? অভিনেত্রী ফাঁস করলেন নিজেই!

টলিউডের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী মানেই সাহসী মতামত, স্পষ্ট বক্তব্য আর আত্মবিশ্বাসী উপস্থিতি। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিত্ব ও জীবনযাপন নিয়েও কৌতূহলের শেষ নেই অনুরাগীদের। স্বাভাবিকভাবেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন ঘোরাফেরা করে সামাজিক মাধ্যমে। সম্প্রতি ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে একটি খোলামেলা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ঋতাভরী। সেখানেই উঠে আসে প্রেম সম্পর্কিত একাধিক ব্যক্তিগত প্রশ্ন, যা নতুন করে আলোচনার জন্ম দেয় নেটদুনিয়ায়।

এক অনুরাগী অভিনেত্রীর উদ্দেশে লেখেন, তাঁকে খুব ভালো লাগে কিন্তু তাঁর প্রেমিক আছে জেনে মন খারাপ হয়েছিল। এমন মন্তব্য দেখে বিরক্ত না হয়ে বরং মুচকি হেসে ঋতাভরী উত্তর দেন, অনুরাগীরা তাঁকে বারবার অবাক করতেই ভালোবাসেন। এই হালকা মেজাজের উত্তরেই স্পষ্ট, ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রয়োজনীয় আক্ষেপকে তিনি খুব একটা গুরুত্ব দেন না। বরং সহজ স্বাভাবিক ভঙ্গিতেই পরিস্থিতি সামাল দিতে পছন্দ করেন অভিনেত্রী।

এরপরই আরও এক প্রশ্ন ঘিরে শুরু হয় জোর চর্চা। এক অনুরাগী জানতে চান, তিনি নাকি বয়সে বড় ও পরিণত পুরুষদের বেশি পছন্দ করেন। প্রশ্নটি নিঃসন্দেহে ব্যক্তিগত হলেও ঋতাভরী কোনও অস্বস্তি না দেখিয়ে সরাসরি জানান, এই ধারণা একেবারেই সত্যি নয়। তাঁর স্পষ্ট জবাবেই বোঝা যায়, নিজের ভাবমূর্তি নিয়ে গুজব ছড়ালেও সেগুলি ভাঙতে তিনি পিছপা নন।

বর্তমানে ঋতাভরীর প্রেমিক সুমিত অরোরা বলিউডের খ্যাতনামী চিত্রনাট্য ও সংলাপ লেখক। একাধিক জনপ্রিয় ছবি ও ওয়েব সিরিজে তাঁর লেখনী দর্শকদের মন জয় করেছে। সাম্প্রতিক সময়ে শাহরুখ খানের সঙ্গে একটি ছবি ভাগ করে নেওয়াও আলোচনায় এসেছে। এর আগেও ঋতাভরী এক চিকিৎসকের সঙ্গে সম্পর্কে ছিলেন এবং সেই সম্পর্ক বিয়ের দোরগোড়ায় পৌঁছেছিল বলেই জানা যায়। তবে ব্যক্তিগত সিদ্ধান্তে সেই সম্পর্ক থেকে সরে আসেন অভিনেত্রী।

সুমিতের সঙ্গে ইতিমধ্যেই বাগদান সেরে ফেলেছেন ঋতাভরী। অনুরাগীদের অপেক্ষা এখন শুধু তাঁদের জীবনের নতুন অধ্যায়ের জন্য। পাশাপাশি কাজের দুনিয়াতেও থেমে নেই অভিনেত্রীর সাফল্য। একের পর এক ছবি ও ওয়েব সিরিজে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করে চলেছেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা থাকলেও ঋতাভরীর মূল পরিচয় আজও একজন আত্মবিশ্বাসী ও সফল অভিনেত্রী হিসেবেই।

Piya Chanda

                 

You cannot copy content of this page