জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বড়পর্দা আর ওয়েবের সাফল্যের পর, আবার ছোটপর্দায় ফিরছেন সৌমিতৃষা কুণ্ডু? নতুন বছরে, ‘মিঠাই’ ধরা দেবে ভিন্ন রূপে! কী জানালেন অভিনেত্রী?

‘মিঠাই’ ধারাবাহিকই বদলে দিয়েছিল সৌমিতৃষা কুণ্ডুর জীবন। একসময় যাঁর নাম পরিচিত ছিল মূলত টেলিভিশন দর্শকের কাছে, সেই সৌমিতৃষা খুব অল্প সময়ের মধ্যেই হয়ে ওঠেন ঘরে ঘরে চেনা মুখ। তাঁর নিজের নামের থেকেও চরিত্রের নামই যেন বেশি জনপ্রিয় হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক শুধু রেটিং নয়, তৈরি করেছিল আবেগের বন্ধন। সেই জনপ্রিয়তার শীর্ষে থাকতেই শেষ হয় ‘মিঠাই’, আর তারপর থেকেই দর্শকের কৌতূহল একটাই—আবার কবে ছোটপর্দায় ফিরবেন সৌমিতৃষা।

বর্তমান বিনোদন জগতে মাধ্যমের গন্ডি দ্রুত ভেঙে পড়ছে। ছোটপর্দা বড়পর্দা ও ওয়েব সিরিজের মধ্যে যাতায়াত এখন স্বাভাবিক বিষয়। সম্প্রতি বহু জনপ্রিয় মুখ দীর্ঘ বিরতির পর আবার টেলিভিশনে ফিরেছেন। এই প্রেক্ষাপটে সৌমিতৃষার ছোটপর্দায় প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন উঠতেই তিনি সরাসরি না বললেন না, আবার নিশ্চিত হ্যাঁ বলেও দিলেন না। অভিনেত্রীর বক্তব্য, এই মুহূর্তে কাজের পরিস্থিতি এমন যে কোনও কিছুই চূড়ান্ত করে বলা যায় না। একজন অভিনেতার কাছে গল্পটাই আসল, মাধ্যম নয়।

সৌমিতৃষা স্পষ্টভাবেই স্বীকার করেছেন যে তাঁর আজকের জনপ্রিয়তার ভিত্তি তৈরি হয়েছে টেলিভিশন থেকেই। তাঁর কথায়, আজ যাঁরা তাঁকে সিনেমা বা ওয়েব সিরিজে সুযোগ দিচ্ছেন, তাঁরা মূলত তাঁর টেলিভিশনের কাজ দেখেই বিশ্বাস রেখেছেন। ‘মিঠাই’ না করলে হয়তো এই জায়গায় পৌঁছনো সম্ভব হতো না। তাই টেলিভিশন তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলেই মনে করেন তিনি।

‘মিঠাই’ শেষ হওয়ার পর বড়পর্দায় সৌমিতৃষার অভিষেক হয় দেবের সঙ্গে ‘প্রধান’ ছবিতে। সেখানে তাঁর অভিনয় দর্শকের প্রশংসা পায়। এরপর ওয়েব সিরিজেও নিজের জায়গা তৈরি করেন তিনি। হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘কালরাত্রি’ সিরিজে ‘দেবী’ চরিত্রে তাঁকে একেবারে অন্য রূপে দেখা যায়। এই চরিত্রে তাঁর অভিনয় সমালোচকদের নজর কেড়েছিল।

এই ধারাবাহিক সাফল্যের পথেই এবার আসছে ‘কালরাত্রি ২’। ৯ জানুয়ারি থেকে হইচইতে স্ট্রিম শুরু হচ্ছে এই নতুন সিজন। পরিচালনায় অয়ন চক্রবর্তী। ছোটপর্দা বড়পর্দা ও ওয়েব—সব মাধ্যমেই সমান স্বচ্ছন্দ সৌমিতৃষা। তাই তিনি ঠিক কোথায় ফিরবেন বা কী করবেন, সেটাই এখন সবচেয়ে বড় চমক হয়ে থাকল দর্শকের জন্য।

Piya Chanda

                 

You cannot copy content of this page