জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বউকে ছাড়া থাকা যায় না, তাই শুটিং সেটেই প্রেম করতে হাজির রুবেল 

টলিপাড়ার নায়ক-নায়িকাদের মধ্যে প্রেমের গুঞ্জন নতুন নয়, সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে বন্ধুত্ব ক্রমে গড়ায় প্রেমের সম্পর্কে। ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের নায়ক-নায়িকা ছিলেন শ্বেতা ও রুবেল। ধারাবাহিকে অ্যাকটিংয়ের মধ্যে দিয়েই প্রেম শুরু তাঁদের। এখন একে অপরকে চোখে হারান দুজনে। শুধু তাই নয় প্রেমিকার সঙ্গে দেখা করতে ‘গোপনে’ সিরিয়ালের সেটে চুপিসারে হাজির হন অভিনেতা রুবেল।

জি বাংলার নতুন ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’-তে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন শ্বেতা। অন্যদিকে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে রুবেলকে। একই চ্যানেলের দুই ধারাবাহিকে অভিনয় করার সুবাদে প্রেমিকার সঙ্গে দেখা করতে আসা কার্যত সহজ! মানছেন অভিনেতা রুবেলও। তাঁর কথায়, প্রেমের টানে ভাসতে ভাসতে শ্বেতার কাছে চলে এসেছেন তিনি।

শ্বেতা ওরফে ‘কোন গোপনে মন ভেসেছে’-র শ্যামলী বাস্তবেও ভারি শান্তশিষ্ট, মিষ্টি মেয়ে। অন্যদিকে রুবেল বেশ চঞ্চল ও জমিয়ে রাখেন সকলকে। যদিও শ্বেতাকে চোখে হারান রুবেল। ঘরে থাকলে শ্বেতার জন্য অনেক কাজ করেও দেন তিনি। হবু শাশুড়িকে আদর করে ডাকেন ‘বুড়ি’ বলে। রুবেল ভালোবাসেন শাশুড়ির হাতের রান্না খেতে। এরকম নানান সিক্রেট ক্যামেরার সামনে ফাঁস করেছেন যুগল।

টলিপাড়ার আনাচে কানাচে যখন শ্বেতা-রুবেলের প্রেমের গল্প বেশ জমজমাট, তখনই প্রশ্ন উঠছে প্রেমকে কবে পরিণতি দিতে চলেছেন যুগল? মানে কবে বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে? এ বিষয়ে রুবেল জানান, এখনই নয় তবে বিয়ের আর বেশি দেরীও নেই। হয়তো আর এক/দুই বছরের মধ্যেই চার হাত এক হতে চলেছে শ্বেতা-রুবেলের।

টলিপাড়ার কানাঘুষো খবর, সামনের বছর অর্থাৎ ২০২৫ সালে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। যদিও দিনক্ষণ নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন যুগল। আপাতত মন দিয়ে প্রেম করবেন তাঁরা। এর পাশাপাশি মন দিচ্ছেন কাজে। প্রেমিক-প্রেমিকার দুই সিরিয়াল এখন একই চ্যানেলের টিআরপি তালিকায় জোর টক্কর দিচ্ছে। কে এগিয়ে আর কে পিছিয়ে তার হিসেব কষবেন দর্শক।

Nira

                 

You cannot copy content of this page