জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বহু বছর পর বড় পর্দায় দেব-শুভশ্রী! ‘ধুমকেতু’ মুক্তির আগেই রুক্মিণীর মন্তব্য ঘিরে সরগরম! দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখে কী বললেন রুক্মিণী?

অবশেষে মুক্তির আলো দেখতে চলেছে বহু প্রতীক্ষিত বাংলা ছবি ‘ধুমকেতু’ (Dhumketu) । পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবি শুরু থেকেই নানা কারণে চর্চায় ছিল। তবে এই ছবি নিয়ে উত্তেজনা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে, কারণ বহু বছর পর এই ছবির হাত ধরেই বড়পর্দায় ফিরছেন একসময়ের সুপারহিট জুটি দেব (Dev)শুভশ্রী (Subhashree) । তাঁদের বিচ্ছেদের পরও এই ছবিতে একসঙ্গে কাজ করেছিল বলেই জানা যায়, এই নিয়ে স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে তৈরি করেছে প্রবল আগ্রহ।

ছবির শুটিং প্রায় এক দশক আগেই শেষ হলেও বিভিন্ন কারণে তার মুক্তি বারবার পিছিয়ে যায়। অবশেষে সব বাধা কাটিয়ে, পোস্ট প্রোডাকশনের কাজ জোরকদমে শুরু হয়েছে। কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজক রানা সরকার এবং দেব একসঙ্গে কাজ করছেন ফাইনাল এডিট এবং মিউজিক নিয়ে। দেব নিজেও এই ছবির পোস্ট প্রোডাকশনের মুহূর্তগুলি শেয়ার করেছেন সমাজ মাধ্যমে। ‘রঘু ডাকাত’-এর কাজ শেষ করেই পুরোদমে ‘ধুমকেতু’র প্রচারে মন দিয়েছেন তিনি।

তবে প্রশ্ন এখন একটাই, ছবির প্রচারে কি আবার একসঙ্গে দেখা যাবে দেব-শুভশ্রীকে? তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তিক্ত অতীত থাকলেও, এখন তাঁরা নিজেদের জীবনকে আলাদা ভাবে গুছিয়ে নিয়েছেন। পেশাদারিত্বকে প্রাধান্য দিয়ে শোনা যাচ্ছে, ছবির প্রচারে দেব-শুভশ্রী দুজনেই অংশ নেবেন। পুরনো স্মৃতি ভুলে আবারও বড়পর্দায় ফিরতে চলেছে একসময়ের হিট জুটি। তবে কি আসা করা যায়, ভবিষ্যতে একইসাথে আবারও ছবি করবেন?

আর ঠিক এমন পরিস্থিতিতে দেবের বর্তমান সঙ্গী রুক্মিণী মৈত্রের প্রতিক্রিয়া জানার আগ্রহ ছিল সকলেরই। সংবাদ মাধ্যম থেকে প্রশ্ন করা হলে, রুক্মিণী খুব স্বচ্ছন্দে জানান তিনিও এই ছবি দেখার জন্য অপেক্ষা করছেন। হাসিমুখে তিনি বলেন, “নিজেও এই ছবির জন্য অপেক্ষা করছি।” যদিও এমন মন্তব্যে উৎসাহের ছাপ থাকলেও, অন্তর থেকে ঠিক কতটা খুশি তিনি, তা নিয়ে আলোচনা চলছেই।

শেষ কথা একটাই, ‘ধুমকেতু’ নিয়ে এখনই টলিউডে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। ১৪ অগাস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই ছবি মুক্তি পেতে চলেছে। বহু অনুরাগী অপেক্ষা করছেন দেব-শুভশ্রীকে আবার বড়পর্দায় দেখার জন্য। সেই তালিকায় রয়েছেন রুক্মিণীও। সব মিলিয়ে ‘ধুমকেতু’ শুধুমাত্র একটি ছবি নয়, বরং টলিউডের এক অতীত অধ্যায়ের আবারও একবার ফিরে আসা।

Piya Chanda

                 

You cannot copy content of this page