জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নেশাগ্রস্ত, অন্য কিছু লাগছে, সৌমিতৃষার বর্ষবরণের ছবি দেখে নোংরা কটাক্ষ নেটদুনিয়ায়

বর্তমান বিনোদন দুনিয়ায় সোশ্যাল মিডিয়ার (social media) উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যানদের সঙ্গে যোগাযোগ রাখতে তারকারা নিয়মিত নিজেদের ছবি বা ভিডিও শেয়ার করেন। তবে এই ছবি বা ভিডিও অনেক সময় ভালোবাসার পরিবর্তে বিতর্ক ও কটূক্তি ডেকে আনে। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে টেলিভিশনের এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে, যা ঘিরে উত্তেজনা তুঙ্গে।

সৌমিতৃষা কুন্ডু , যিনি ছোটপর্দা থেকে বড়পর্দা এবং OTT প্ল্যাটফর্মে দর্শকদের মন জয় করে নিয়েছে। ‘মিঠাই’ সিরিয়াল তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। দেবের বিপরীতে বড়পর্দায় অভিনয় ও ‘কালরাত্রি’ সিরিজে ওটিটিতে ডেবিউ করে তিনি নিজের কেরিয়ারকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। অভিনয় দক্ষতা ও ক্যামেরার সামনে উপস্থিতি দিয়ে ইতিমধ্যেই টলিপাড়ায় নিজের জায়গা পাকা করেছেন। এখন আবার শোনা যাচ্ছে, ছোটপর্দায় ফিরে আসার পরিকল্পনা করছেন অভিনেত্রী।

তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাঁর একটি সাম্প্রতিক ছবি। নীল পোশাকে গাড়ির ভেতরে তোলা সেই ছবিটি পোস্ট করার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। কিছু অনুরাগী তাঁর লুকের প্রশংসায় পঞ্চমুখ হলেও, অনেকেই মন্তব্য করেছেন ‘মদ্যপ অবস্থায়’ ছবি তোলার অভিযোগ তুলে। কেউ কেউ আরও এগিয়ে তাঁকে অপমানজনক বিশেষণে অভিহিত করেছেন। ছবিটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ট্রোলারদের তীর্যক মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স।

তবে অভিনেত্রীর অনুরাগীরাও পিছিয়ে নেই। তাঁরা সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের কড়া জবাব দিয়ে বলেছেন, সৌমিতৃষার ছবি একটি ফ্যাশন স্টেটমেন্ট, যা নিয়ে এমন অবমাননাকর মন্তব্য করা একেবারেই উচিত নয়। তাঁদের মতে, একজন অভিনেত্রীর ব্যক্তিগত জীবন ও পেশাগত দিক আলাদা রাখা উচিত। তাঁরা তাঁর কাজ ও স্টাইলের প্রশংসা করে বলেন, সৌমিতৃষা সব সময় অনুপ্রেরণা হয়ে থাকবেন।

এই বিতর্ক থামার বদলে আরও জোরালো হচ্ছে। কেউ বলছেন, এটি নিছকই পাবলিসিটি স্টান্ট, কেউ বা মনে করছেন এটি নিতান্তই মজার জন্য করা পোস্ট। তবে ট্রোল হোক বা প্রশংসা, সৌমিতৃষার পোস্ট সব সময়ই আলোচনার কেন্দ্রে থাকে। আর এই বিতর্ক প্রমাণ করে দিয়েছে, তিনি যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।