জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“এক কোটি টাকার ফ্ল্যাট বা দশ কোটির গাড়ি কিনে দিলে ভালোই লাগবে”, “যত্ন না থাকলে প্রেম থাকে না!, আমার কাছে প্রেমের মানে যত্ন আর সম্মান”— অসফল প্রেম জীবন আর বিয়ে ভেঙে, এবার প্রেমের নতুন সংজ্ঞা দিলেন শোলাঙ্কি!

অনেকেই বলেন, ব্যস্ত শহরের দৌড়ে ভালোবাসা আর বন্ধুত্ব যেন রোজ একটু করে ফিকে হয়ে যায়। তবে সে-সব হারানো রং ফেরাতে আসছে নতুন এক সিনেমা—পরিচালক সৌম্যজিৎ আদকের ‘টেক কেয়ার ভালোবাসা’ (Take Care Bhalobasha)। মুখ্য চরিত্রের চার তরুণ অভিনেতা-অভিনেত্রী। ‘শোলাঙ্কি রায়’ (Solanki Roy), সৌম্য মুখোপাধ্যায়, রাহুল মজুমদার ও শ্রীমা ভট্টাচার্য। তারা পর্দায় ফুটিয়ে তুলবেন চার বন্ধুর দুনিয়া।

যেখানে একে অপরকে সামলে নেওয়ার মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল মানে। শহরের বুকে ক্যাফে, বইয়ের দোকান, ফুটপাথের ধুলো—সবই হয়ে উঠবে গল্পের প্রতিটি দৃশ্যে, জ্বলজ্বল করবে “খেয়াল রাখার” দায়িত্ববোধ, যা এই ছবির শিরোনাম যেমন, তেমনি মূল বক্তব্যও। আধুনিক কলকাতার কোলাহলে আটকে থাকা অনুভূতিগুলোকে আবার ঝাড়ামোছা করে দর্শকের সামনে তুলে ধরাই ছবিটির মূল উদ্দেশ্য।

গল্পে রয়েছে গভীর বন্ধন, অনাকাঙ্ক্ষিত ভাঙন, আর এক চিলতে ভরসা—যা শেষ পর্যন্ত প্রেমকেই বাঁচিয়ে রাখে। শোলাঙ্কির জন্য এই যেন ছবিটি বাড়তি তাৎপর্য নিয়ে এসেছে। বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ হওয়ার পাশাপাশি তিনি এখন মুম্বইয়েও নিজের জায়গা পাকাপোক্ত করতে মরিয়া। ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়—বহুদিনের বিচ্ছিন্নতাকে আইনি সিলমোহর দিয়ে বিয়ে ভেঙেছেন।

ফলে প্রেম ও সম্পর্ক নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি আরও বাস্তব হয়ে উঠেছে। সেটাই ছাপ ফেলেছে চরিত্র বাছাইয়ে, যা তিনি যেন নিজের জীবন থেকেই শিখেছেন। আসন্ন ছবির আলোচ্য বিষয়ই যেখানে বন্ধুত্ব এবং প্রেম, অভিনেত্রী কাছে প্রেমের বা আদর্শ প্রেমিকের সংজ্ঞা কী? — সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শোলাঙ্কি বলেন, “আমি খুব বিশ্বাস করি যে ভালোবাসায় যত্ন থাকা খুব জরুরি।

আমি যাকে ভালোবাসি তার প্রতি প্রচুর যত্ন করি। আমার মনে হয়, ভালোবাসা আর যত্ন খুব অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। ভালোবাসা না থাকলে যত্ন হয় না, যত্ন না থাকলে ভালোবাসা থাকে না।” সাংবাদিকের তরফে প্রশ্ন আসে, তাহলে শোলাঙ্কি কাছে যত্ন বলতে কী? উত্তরে অভিনেত্রী বলেন, “আমার কাছে যত্ন মানে দামি গিফট নয়, যত্ন মানে একজনের ছোট ছোট প্রয়োজনের খেয়াল রাখা। উপহার পেতে সবসময় ভালো লাগে।

আরও পড়ুনঃ বাংলার পর্দায় সবচেয়ে ‘ঘৃণ্য’ স্বামী এখন ‘মিঠিঝোরা’র নায়ক! মেরুদণ্ডহীন অনির্বাণে বিতৃষ্ণ দর্শক! ধারাবাহিক শেষ না হলে নিঃশ্বাস নিতে পারছেন না কেউ!

এক কোটি টাকার ফ্ল্যাট বা দশ কোটি টাকার গাড়ি কিনে দিলেও ভালো লাগবে, কিন্তু ওটা শুধু ওই মুহূর্তের জন্য ভালো লাগে। আমার কাছে সম্পর্কের ছোট ছোট মুহূর্তগুলো বেশি গুরুত্বপূর্ণ, ক্ষণিকের উত্তেজনা নয়। হৃদয়ে স্থায়ী ছোঁয়া থাকে যখন প্রিয়জন আপনার ছোট্ট প্রয়োজনও মনে রাখে। রাতে বাড়ি ফেরা দেরি হলে অপেক্ষা করে, ক্লান্তির দিনে কফির মগ এগিয়ে দেয়, কিংবা নিঃশব্দে পাশে বসে গল্প শোনে।”

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।